লাইক দিন পয়েন্ট জিতুন!
লালমনিরহাটে তিস্তা ইকো পার্কে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলা ভাঙচুর থানা পুলিশ গ্রেফতার করেছে পাঁচজন
লালমনিরহাটে তিস্তা ইকো পার্কে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলা ভাঙচুর ও ৫ লক্ষ ২৬ হাজার টাকার ক্ষতি থানায় মামলা দায়ের -------------
লালমনিরহাটের তিস্তা ইকো পার্কে গত ২০২৩ সালে ইজারা না পাওয়ায় ভাঙচুর করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং এরেই ধারাবাহিকতা গত ৮ জুন আনুমানিক বিকাল ৫ টার দিকে জোরপুর্বক ভাবে হামলা করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেন এবং নগদ ২ লক্ষ ৩১ হাজার টাকা জোরপূর্বক ভাবে লুটপাট করেন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী জহুরুল হক ও তার সন্ত্রাসী বাহিনীরা ।
এ সময় দর্শনার্থীদের মধ্য সৃষ্টি হয় ভীতিকর পরিস্থিতি ৩০–৪০ জন দুষ্কৃতকারী পার্কের প্রধান গেটে অবস্থান নেয়। এরপর তারা হকিস্টিক, লাঠিসোঁটা নিয়ে মূল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তাদের মধ্যে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এক পর্যায়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাণ্ডব শুরু করে।
অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা এলাকার চিহ্নিত্ত দাঙ্গাবাজ, চাদাবাজ, বখাটে ও উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। অভিযোগ কারী বলেন আমরা ২০২৩ সালের জানুয়ারী মাসে আমরা ফিনা পার্ক এর ইজারা পাওয়ার এবং বিবাদীগন ইজারা না পাওয়ায় তারা আমাদের উপর আক্ষেপ পোষন করত: বিভিন্ন সময় তিস্তা পার্কে থাকা সরকারি রাইডের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকে। এরই ধারাবাহিকতায় গত ০৮ জুন বিকাল অনুমান ৫.০০ ঘটিকার সময় উল্লেখিত ২-৮নং বিবাদীগন পাকের ভিতরে জোড়পূর্বক ভাবে প্রবেশ করার চেস্টা করাকালে পার্কের পেটে থাকা গেটম্যান তাদের নিকট টিকিট দেখিতে চাইলে তারা সকলে ক্ষিপ্ত হইয়া অ্যান্য ৰিৰাদীদের ডাকিয়া সকল বিবাদীপন সহ অজ্ঞাত নামা আরও ৩০/৪০ জন ব্যাক্তি হাতে লোহার রড, লাঠিসোটা, ধারালো ছোড়া, লোহার পাইপ সহ দেশীর অস্ত্রে সস্ত্রে সজ্জিত হইয়া একই উদ্দেশ্য তিস্তা পার্কের ভিতরে অনাধিকার ভাবে প্রবেশ করিয়া পার্কের
কর্মচারীদের পার্ক বন্ধ করার জন্য বলে।
মামলার বাদী মাহাফুজার রহমান রাজু জানান,তিস্তা ইকো পার্কে প্রায় চাঁদা নিতে আসতো জহুরুল হক ও তার সন্ত্রাসী বাহিনীরা,আমাদের পার্কের ক্যাশ কাউন্টারে আক্রমণ করিয়া ক্যাশে থাকা নগদ ২লক্ষ ৩১হাজার টাকা জোড়পূর্বক ভাবে লুটপাট করিয়া নেয়। তখন ৫ হইতে ১৭নং বিবাদীগন সহ অজ্ঞাত নামা আরও ৩০/৪০ জন ব্যাক্তি তিস্তা পার্কে থাকা ৪টি সরকারি রাইডের মেশিন, ২টি সাউন্ড বক্স, ১টি ৩ কেবি জেনারেটার, ৪টি মাইক, অফিস কক্ষের চেয়ার
টেবিল ও দরজা জানালা সহ আরও অনেক কিছু ভাংচুর করিয়া অনুমান ৫লক্ষ ২৬ হাজার টাকার ক্ষতি সাধন করে আমি অনতিবিলম্বে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার দাবি জানাচ্ছি।
লালমনিরহাট সদর থানার অফিস ইনর্চাজ মোহাম্মদ নূর নবী জানান অভিযোগ খানা নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে। আজ বিকালে মামলার ১ নং আসামি ও মাদক ব্যবসায়ী জহুরুল হক কে কুলাঘাট বাজর হইতে গ্রেফতার করা হয়েছে।