Als nächstes

কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ; "নতুন নেতৃত্বের হাত ধরে শুরু হলো নতুন পথচলা”।

18 Ansichten· 30/07/25
Nazrul Islam
Nazrul Islam
8 Abonnenten
8

⁣কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ৪নং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন শফিউল আলম কুতুবী। "নতুন নেতৃত্বের হাত ধরে শুরু হলো নতুন পথচলা।"
"বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এলাকার জনপ্রিয় ও পরীক্ষিত এ জনপ্রতিনিধি।""তিনি বলেন, দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ হতে এক গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব। সবাইকে নিয়ে সচ্ছতা ও সততার সাথে কাজ করতে চান তিনি।," সদস্য-সদস্যা, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।""নির্বাচনে পাঁচবার সফল এই জনপ্রতিনিধিকে আগামীতে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ।""শিক্ষিত, অভিজ্ঞ ও বিচক্ষণ এই মানুষটি জনগণের ভালোবাসায় এগিয়ে যাচ্ছেন নতুন দায়িত্বে।""কৈয়ারবিলের মানুষ এখন নতুন নেতৃত্বে " নতুন উদাহরণ তৈরির ⁣অপেক্ষায় —

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes