close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কুতুবদিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব
1
0
8 بازدیدها·
02/10/25
که در
ملی
কক্সবাজারের কুতুবদিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার দুপুর ২টার পর গভীর সমুদ্রে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হবে এ উৎসব।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা এলাকার ১৪টি পূজা মণ্ডপের বিসর্জন প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ নৌবাহিনী কুতুবদিয়া কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জিয়াদ। এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া কেন্দ্রীয় কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সজল কুমার শীল, সাধারণ সম্পাদক নিজ্জল শীল, সদস্য কার্তিক শীলসহ অন্যান্যরা।
পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে শান্তিপূর্ণভাবে পূজা শেষ করতে পারায় তারা কৃতজ্ঞ।
بیشتر نشان بده، اطلاعات بیشتر
0 نظرات
sort مرتب سازی بر اساس
