close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Næste

কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদ্বোধন

793 Visninger· 28/05/25
Nazrul Islam
Nazrul Islam
4 Abonnenter
4

⁣নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “বর্তমানে খাদ্যে ভেজালের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সচেতনতা ছাড়া এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।”
সভা সঞ্চালনা করেন ডা. জুনায়েদ আনসারি।

এছাড়াও বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলেম উদ্দিন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Vis mere

 0 Kommentarer sort   Sorter efter


Næste