কুতুবদিয়ায় গোপন নজরদারি করে ইয়াবাসহ যুবক আটক
2
0
15 Görünümler·
11/04/25
İçinde
Suç
কুতুবদিয়ায় গোপন নজরদারি ভিত্তিতে ইয়াবাসহ রেজাউ করিম নামের এক যুবককে আটক করেছে নৌ বাহিনী। বৃহস্পতিবার রাতে উপজেলার মেডিকেল গেট এলাকা হতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করে নৌবাহিনী সদস্যরা।পরে অধিক তদন্তের জন্য তাকে নৌবাহিনী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জানা যায় না জল করি আস্থা নিয়ে বড় গোপি ইউনিয়নের আরব সিকদার পাড়া গ্রামের বাসিন্দা।। স্থানীয়রা জানিয়েছে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে আগেও একবার পুলিশের হাতে ইয়াবা সহ আটক হয়েছিল।
Daha fazla göster
0 Yorumlar
sort Göre sırala