close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Als nächstes

কুমিল্লায় সময় টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

7 Ansichten· 15/05/25
Rabiul Alam
Rabiul Alam
3 Abonnenten
3

কুমিল্লা নগরীর পূবালী চত্বরে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এই হামলা হয়। আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বাহার রায়হানের ডান পায়ে তিনটি সেলাই দিতে হয়েছে এবং তিনি গুরুতর রক্তক্ষরণে ভুগছেন।
ঘটনার বর্ণনায় বাহার রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। তিনি সেই বিক্ষোভের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। ঠিক তখনই একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।
বাহার রায়হান বলেন, “আমি হামলাকারীদের চিনিনি। তারা পদবঞ্চিত ছাত্রদলের কেউ হতে পারে, আবার আওয়ামী লীগের লোকজনও হতে পারে।”
হামলার সময় এক পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Zeig mehr

 0 Bemerkungen sort   Sortiere nach


Als nächstes