ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
কুমিল্লায় অবৈধভাবে ভরাটকৃত পুকুরের বালু জব্দ করে প্রকাশ্যে নিলাম
কুমিল্লায় অবৈধভাবে বালু দ্বারা পুকুর ভরাট করার অপরাধে ভরাটকৃত বালু জব্দ করে তা প্রকাশ্যে প নিলামে তুলেছেন জেলা প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলাধীন জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর মৌজার বালুতুপা গ্রামে এ নিলামের আয়োজন করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
এ সময় আনুমানিক ১ লক্ষ ২০ হাজার ঘনফুট বালু নিলামে তুলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোশেদ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী আবু বকর চৌধুরী।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান সাংবাদিকদের জানান- বালুতুপা নামে এই এলাকায় একটি শতবছরের পুকুর ছিলো। যেটি একটি কুচক্র মহল বালু দ্বারা ভরাট করে ফেলেছে। তারই পেক্ষিতে আমরা মোবাইল কোট পরিচালনা করেছি। পরিবেশ অধিদপ্তর থেকেও এখানে কয়েকবার আসা হয়েছে। এখানে যে বেআইনিভাবে বালু দিয়ে পুকুরটি ভরাট করা হয়েছে। তা আমরা জব্দ করেছি। যা আজকে প্রকাশে নিলামে তুলা হয়েছে। সেই অথ সরকারি কোষাগারে জমা হবে। অভিযানটি জেলা প্রশাসনের উদ্যোগে সম্পূণ করা হয়েছে। আমরা পুনরায় এ পুকুরটি খনন করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো। যারা এ ধরণের কাজে জড়িত থাকবে, তাদের জন্য আমাদের ম্যাসেজ - যারা এভাবে পুকুর ভরাট করবে, তারা কেউই ছাড় পাবে না। পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে, তা খুবই কঠোর। সেই পেক্ষিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চকবাজার পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াসের নেতৃত্বে একটি পুলিশের টিম ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম এ কাজে সহায়তা করেন।