close

লাইক দিন পয়েন্ট জিতুন!

次に

কুমিল্লায় জোরপূর্বক দোকান দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

5,437 ビュー· 03/07/25
Rabiul Alam
Rabiul Alam
3 加入者
3

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর ফৌজদারি মোড়ে অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাসিক ভাড়া জোরপূর্বক নিয়ে যাওয়া এবং দোকান দখল চেষ্টার অভিযোগে সাবেক কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (২জুলাই) বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন তাহমিনা আক্তার, রাজিয়া বেগম, তুষার আহমেদ সুমাইয়াসহ অনেকে।

লিখিত বক্তব্যে নাজমা আক্তার বর্তমান সরকার প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার, নিরাপত্তা এবং সন্ত্রাসী বিল্লালসহ সকল সন্ত্রাসীদের বিচারের দাবি জানান তারা।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に