কৌশল অবলম্বন করে ফ্যাসিস্ট আমলে রেহায় পেয়েছি- বিএনপি নেতা শামীম
2
0
40,004 مناظر·
04/08/25
میں
انٹرویو
সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক নেতা হিসেবে বর্তমান ও আগামীর রাজনীতিতে ত্যাগি নেতৃত্ব প্রত্যাশা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে নো ফটোশেন কৌশল অবলম্বন করে মামলার হাত থেকে রেহায় পেয়েছি বলে আজ কোন মামলার হয়রানিতে পড়তে হয়নি।
.
তারিখ: ৩১ জুলাই ২০২৫ইং
বার: বৃহস্পতিবার
সময়: বিকাল ০৫.৩০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ মো. শামীম হাসান, সাবেক সাধারণ সম্পাদক, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
مزید دکھائیں
0 تبصرے
sort ترتیب دیں