close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Hasta la próxima

কাঠালিয়াতে অনলাইন একটিভিস্ট ড. ফয়জুল হকের পথসভা: এমপি হবে জনতার..

31 vistas· 15/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 Suscriptores
7

ঝালকাঠি ১ আসনের - ⁣রাজাপুর ও কাঠালিয়ায় এমপি প্রার্থী ড. ফয়জুল হকের গণসংযোগ, পথসভা ও শোডাউন, চষে বেড়াচ্ছেন মাঠ ঘাট, পথে প্রান্তরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে নির্বাচনী হাওয়া ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হকের পথসভা।

গত কয়েকদিন ধরে টানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, করমর্দন, কোলাকুলি ও ব্যক্তিগত খোঁজখবর নেওয়ার মাধ্যমে মানুষের আস্থা ও সমর্থন অর্জনের চেষ্টা করছেন এই প্রার্থী।

ড. ফয়জুল হক বলেন, “মানুষ পরিবর্তন চায়। আমি এই অঞ্চলের মানুষের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী নেতৃত্ব উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও সমর্থনেই আমরা বিজয়ী হব।”

প্রচারণার অংশ হিসেবে কাঠালিয়া উপজেলার সৌলজালিয়া ইউনিয়নের বিনাপানিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজের ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনী মাঠে ক্রমেই আলোচনায় উঠে আসছেন তিনি। তার প্রচারণা কৌশল, সরাসরি জনসংযোগ এবং দলীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এই এলাকায় নির্বাচনী লড়াইকে আরো প্রাণবন্ত করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।

Mostrar más

 0 Comentarios sort   Ordenar por


Hasta la próxima