close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

تا بعدی

কাঁঠালিয়াতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

11 بازدیدها· 23/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 مشترکین
7
که در سیاست


ঝালকাঠির কাঁঠালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শৌলজালিয়াতে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু বকর সিদ্দিক, যিনি ঝালকাঠি জেলা শাখার মজলিসে শুরার সদস্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদুর রহমান। এছাড়াও শৌলজালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মামুন হোসেন রিপন এবং স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাদের অঙ্গীকার ও আহ্বান
সম্মেলনে বক্তারা তাদের বক্তব্যে চাঁদাবাজি, জমি দখল, দুর্নীতি এবং টেন্ডারবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন। তারা বলেন, জামায়াতের কর্মীরা এসব অনৈতিক কাজ করবে না এবং কাউকে করতেও দেবে না। বক্তারা শান্তিপূর্ণভাবে সকলের সম্মিলিত বসবাসের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের ওপর জোর দেন।
তারা পিআর (P.R) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সুফলগুলো নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য কর্মীদের অনুপ্রাণিত করেন। এর মাধ্যমে তারা কর্মীদের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আগ্রহ সৃষ্টি করেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی