close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
কামের তাড়না নয়, পশুত্ত্বের নগ্ন উল্লাস
5
0
9,933 ビュー·
02/05/25
の
犯罪
কামের তাড়না নয়, পশুত্ত্বের নগ্ন উল্লাস
ধর্ষণ—এই একটি শব্দেই লুকিয়ে আছে লজ্জা, ভয়, ঘৃণা আর অসহায়তা। সমাজ যখন এ শব্দটি শুনে মুখ ঘুরিয়ে নেয়, তখন একজন ভুক্তভোগীর জীবনে নেমে আসে এক অবর্ণনীয় অন্ধকার। কিন্তু প্রশ্ন হলো, ধর্ষণ কি কেবলই এক মুহূর্তের কামের তাড়না? নাকি এটি কোনো গভীরতর অমানবিকতা, এক বিকৃত মানসিকতার প্রকাশ?
মানব শরীরে কামনাবাসনা স্বাভাবিক। কিন্তু সেই কামনা যখন নিজের সীমা অতিক্রম করে অন্যের স্বাধীনতা ও সম্মতিকে পদদলিত করে, তখন তা আর কামনা থাকে না—তা পরিণত হয় এক নির্মম সহিংসতায়। ধর্ষণ তাই শুধুমাত্র যৌনতার অভিপ্রায় নয়, বরং এটি ক্ষমতা, আধিপত্য ও বিকৃত সুখের রূপ। এটি এক প্রকার পশুত্ত্ব, যেখানে মনুষ্যত্ব বিসর্জিত হয়, বিবেক নষ্ট হয়, আর মনুষ্যসমাজ কলঙ্কিত হয়।
もっと見せる
0 コメント
sort 並び替え