close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

הבא

জনগণের দাবিতে সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হতে চান নাগরিক ঐক্যের নেতা মোখলেছুর রহমান সবুজ

19 צפיות· 29/09/25
Juwel Hossain
Juwel Hossain
37 מנויים
37

⁣জনগণের দাবিতে সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হতে চান নাগরিক ঐক্যের নেতা মোখলেছুর রহমান সবুজ
.
#nagorikoikko | #elaction | #sirajganj


⁣সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন নাগরিক ঐক্যের জেলা সদস্য সচিব মোখলেছুর রহমান সবুজ। জনগণের দাবির মুখে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে সংগঠনটির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মাঠে-ময়দানে কাজ করে আসছেন এই নেতা।

২৯শে সেপ্টেম্বর (সোমবার) কামারখন্দ উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সবুজ বলেন, “জনগণের খেদমতে আমি সর্বদা প্রস্তুত। যদি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না চান, তাহলে আমি সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থী হতে রাজি আছি।”

মোখলেছুর রহমান সবুজ শুধু নামেই নন, কাজের মাধ্যমেই জেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। দীর্ঘদিন ধরে নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের নীতি-আদর্শ মাঠে তুলে ধরতে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সিরাজগঞ্জের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কই সবুজের মূল শক্তি। রাজনৈতিক প্রভাব বিস্তার নয়, বরং সামাজিক বন্ধন গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। বিভিন্ন সময়ে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে সম্পৃক্ত থেকে মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। ফলে তার প্রার্থীতা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে এটি হবে মোখলেছুর রহমান সবুজের জন্য রাজনীতির বড় মঞ্চ। তার মতে, রাজনীতি মানে ক্ষমতা নয়, জনগণের খেদমত। তাই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, সুযোগ পেলে জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই এগোতে চান।

নাগরিক ঐক্যের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির যে প্রত্যাশা, মোখলেছুর রহমান সবুজ তারই এক প্রতীক। জনগণের দাবির মুখে প্রার্থী হওয়ার ঘোষণা স্থানীয় রাজনীতিকে নতুনভাবে নাড়া দিয়েছে—এতে সন্দেহ নেই।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא