close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

জলদস্যু দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং জেলেদের নিরাপদ মৎস্য আহরণ নিশ্চিতকরণে এক সচেতনতামূলক যৌথ আ

29 بازدیدها· 15/09/25
Nazrul Islam
Nazrul Islam
9 مشترکین
9
که در ملی

⁣⁣কুতুবদিয়া উপজেলায় জলদস্যু দমন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং জেলেদের নিরাপদ মৎস্য আহরণ নিশ্চিতকরণে এক সচেতনতামূলক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ সেপ্টেম্বর ৩টায় উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলি পাড়া, আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুতুবদিয়া থানা, কোস্ট গার্ড ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
ক্যাথোয়াইপ্রু মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া থানার ওসি মোঃ আরমান হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মুসলিম উদ্দিন, উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, কোস্টগার্ড, জনপ্রতিনিধি ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা জেলেদের নিরাপদ সাগরযাত্রা, লাইফ জ্যাকেট ব্যবহার এবং জলদস্যু-মাদক-সন্ত্রাস দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی