close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Avanti il prossimo

ঝালকাঠিতে হাদি হত্যার বিচারের দাবিতে ব্লকেট কাঠালিয়া

3 Visualizzazioni· 19/12/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 Iscritti
7



ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে, সদ্য বিগত জুলাই যোদ্ধা আদি হত্যার বিচারের দাবিতে একটি ব্লকেড কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিটি প্রায় এক ঘন্টাব্যাপী ধরে চলে এবং এতে আঞ্চলিক সচেতন ছাত্রমহল এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো উজ্জীবিতভাবে অংশগ্রহণ করে। ছাত্রদের এই অংশগ্রহণ প্রমাণ করে যে, তাঁরা সমাজের জন্য ইনকিলাব জিন্দাবাদ এবং আমরা সবাই হাদী হব গুলির মুখে কথা কবো এই ধরনের স্লোগান দিয়ে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি চালিয়ে যায়। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যার ঘটনাটি তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায় শোকের ছায়া নেমে এনেছে। এলাকাবাসীর মতে, এই আন্দোলন শুধু একটি হত্যাকান্ডের বিচার দাবি করাই নয়, বরং এটি একপ্রকার সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি উদাত্ত আহ্বান। হাদীর মৃত্যুতে সৃষ্ট শোকের আবহাওয়া এলাকায় সবদিকে ছড়িয়ে পড়েছে এবং মানুষ খুবই দুঃখের সঙ্গে এই হারানোর ক্ষতিকে সহ্য করার চেষ্টা করছে।

Mostra di più

 0 Commenti sort   Ordina per


Avanti il prossimo