close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Suivant

⁣ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার বাঁধভাঙ্গা উল্লাস

12 Vues· 27/09/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
7 Les abonnés
7
Dans Politique

(ঝালকাঠি) প্রতিনিধি:
২৭ সেপ্টেম্বর, ২০২৫। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জননেতা অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঝালকাঠি-২ আসনে (নলছিটি-ঝালকাঠি সদর) ধানের শীষের পক্ষে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠীতে পথসভায় বক্তব্য রাখেন।


তাঁর নির্বাচনী প্রচারণায় উপস্থিত জনতার মধ্যে ছিল চরম উদ্দীপনা। অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন যখন বক্তব্য রাখছিলেন, তখন ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় উচ্ছ্বাসিত জনতার বাঁধভাঙ্গা উল্লাস পরিলক্ষিত হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীর প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে।


ঝালকাঠি-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এই গণসংযোগে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরেন এবং ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। এই সময় তাঁর সাথে নলছিটি উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মনে করেন, অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের এই ধারাবাহিক গণসংযোগ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনতা প্রস্তুত।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant