close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Susunod

ঝালকাঠির কাঁঠালিয়াতে প্রেমিকের বাড়িতে অনশন, আত্মহ ত্যার হুমকি এইচএসসি পরীক্ষার্থী ফারজানার!

3 Mga view· 06/07/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
Mga subscriber
0

⁣বিয়ের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়াতে পরীক্ষা একদিকে আরেকদিকে হৃদয় ভাঙার আর্তনাদ। প্রেমিকের বিয়েতে অস্বীকৃতির পর ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালী গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন এক এইচএসসি পরীক্ষার্থী তরুণী। জানিয়েছেন, বিয়ে না করলে আত্মহত্যা করবেন। প্রেম, প্রতারণা আর পারিবারিক চাপের এই নাটকীয় ঘটনায় তোলপাড় পুরো এলাকা।

বিয়ের দাবিতে প্রেমিক বায়জিদ হোসেনের বাড়িতে হাজির হন ফারজানা আক্তার (১৮)। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চললেও হঠাৎ করেই বায়জিদ সরে যান। সেই আঘাতে চরম সিদ্ধান্ত নেন ফারজানা। প্রেমিকের বাড়ির উঠোনেই রাত কাটান অনশন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফারজানা স্থানীয় একটি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। আগামীকাল তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। কিন্তু অনশন ও মানসিক চাপের কারণে পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফারজানা সাংবাদিকদের বলেন,
“আমি কারও বাড়িতে এসে ঘরজামাই বানাতে আসিনি, আমি আমার অধিকার চাই। বিয়ে না করলে আমি ম রে যাব।”

বায়জিদের পরিবারের ভাষ্য, ছেলেকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে ফারজানা এমন কাণ্ড করছেন। তবে মেয়েটির পরিবার বলছে, “আমরা গ্রামবাসীর সামনে মাথা উঁচু করে থাকতে চাই। মেয়েকে নিয়ে কেউ খেললে তাকে ছাড় দেওয়া হবে না।”

এদিকে প্রেম ও অনশনের এমন নাটকীয় ঘটনায় পুরো জোড়খালী গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ কেউ বলছেন, এটি প্রেমের জয়—আবার কেউ বলছেন, তরুণ প্রজন্মের বিপর্যস্ত মানসিকতার করুণ চিত্র।

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod