close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

ঝালকাঠির বাউকাঠিতে বালুর গোলাকে কেন্দ্র করে হামলা ও ২ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই এর অভিযোগ।

17,905 بازدیدها· 29/07/25
MD  IMRAN MUNSHI
MD IMRAN MUNSHI
5 مشترکین
5
که در جرم

⁣বালুর গোলাকে কেন্দ্র করে হা/ম/লা ও ২ লাখ ৪০ হাজার টাকা ছি/ন/তাই — থানায় মামলা,
আ/হ/ত ২

স্থান: পান্জিপুথিপাড়া, বাউকাঠি, ঝালকাঠি। তারিখ: রবিবার, ২৭ জুলাই ২০২৫

বালুর গোলাকে কেন্দ্র করে ঝালকাঠির বাউকাঠি ইউনিয়নের পান্জিপুথিপাড়া এলাকায় সংঘটিত হয়েছে হামলা ও ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর ঘটনা। এ ঘটনায় আ/হত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘জমাদ্দার এন্টারপ্রাইজ’-এর মালিক ইসমাইল জমাদ্দার (৫০) ও তার কর্মচারী শহিদুল ইসলাম (৫০)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বহুদিন ধরে বালুর গোলার জায়গা ও কার্যক্রম নিয়ে পাশ্ববর্তী বাড়ির মোয়াজ্জেম হাওলাদারের (৪৫) সঙ্গে ইসমাইল জমাদ্দারের বিরোধ চলছিল। সেই পুরনো দ্বন্দ্বের জের ধরে রোববার সকাল ৯টার দিকে মোয়াজ্জেম হাওলাদার ও তার দুই ছেলে নয়ন (৩০) ও সাব্বির (২৮) পরিকল্পিতভাবে ইসমাইল জমাদ্দারকে হামলার লক্ষ্যবস্তু করেন।

ঘটনার সময় ইসমাইলের কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তদের একজন, সাব্বির হাওলাদার। হামলায় গুরুতর আহত হন ইসমাইল ও শহিদুল, তাদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন,বর্তমানে তারা চিকিৎসাদিন রয়েছে।

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৭/১৮২। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অভিযুক্ত মোয়াজ্জেম হাওলাদারের বড় জামাতা মাহবুব হোসেন দাবি করেন, “বালুর ফেলার বিষয়ে পূর্বেও নিষেধ করা হয়েছিল। তারা তা মানেননি বলেই ঝামেলা সৃষ্টি হয়েছে।” তবে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়দের দাবি:
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা ও ছিনতাই। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।”

ওসি মনিরুজ্জামান বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত চলছে। সত্য উদঘাটনে কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত ও কঠোর পদক্ষেপই পারে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে—এমনটাই মত সচেতন মহলের।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی