close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Volgende

গুরুদাসপুর চাঁচকৈড় বাজারে জামায়াত ইসলামীর এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাকিমের গ"নসংযোগ.!

6 Bekeken· 01/08/25
Mehedi Hasan shakib
0

গুরুদাসপুর চাঁচকৈড় বাজারে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে আজ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওঃ আব্দুল হাকিম গণসংযোগ করেছেন। স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি তার দলের নির্বাচনী বার্তা পৌঁছে দেন। গণসংযোগকালে তিনি বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

Laat meer zien

 0 Comments sort   Sorteer op


Volgende