close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
গ্রামের বিলের কিনারায় সূর্যের প্রথম আলোয় হাঁসের দল বেদে মেতে উঠেছে আনন্দে।
2
0
8 ビュー·
10/08/25
“গ্রামের বিলের কিনারায় সূর্যের প্রথম আলোয় হাঁসের দল বেদে মেতে উঠেছে আনন্দে। তারা ডানা মেলে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট পা দিয়ে জলরাশি ছুঁয়ে দিচ্ছে, যেন প্রকৃতির সঙ্গে মিলিয়ে এক রঙিন নৃত্য সাজাচ্ছে। পাখির কিলকিল শব্দ আর ডানার ছোঁয়ায় বিলে ভেসে আসছে এক জীবন্ত উল্লাসের গান। এই আনন্দের মিছিল গ্রামের শান্ত প্রাকৃতিক জীবনের এক অপূর্ব ছন্দ রচনা করছে, যা দেখলেই মন ভরে যায়।”
もっと見せる
প্রাণবন্ত প্রকৃতি