close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

التالي

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল শেখে

8 المشاهدات· 15/11/25
Nuralam Shaikh
Nuralam Shaikh
1 مشتركين
1

⁣গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ৩নং গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ নেতা একযোগে সকল পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ বিকেলে এক যৌথ সংবাদ সম্মেলনে দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল শেখ পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে দুই নেতা জানান, ব্যক্তিগত কারণে তাদের পক্ষে আর সংগঠনের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই তারা নিজ নিজ পদসহ আওয়ামী লীগের সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আনোয়ার হোসেন ও মোঃ রাসেল শেখ তাদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে সংবাদ সম্মেলন শেষ করেন।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي