Berikutnya

ঘাটাইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।

3 Tampilan· 17/04/25
Maruf
Maruf
Pelanggan
0
Di Pertanian-Ekonomi dan Perdagangan / Lisensi Terkelola Hak (RM)

ঘাটাইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : মারুফ হোসেন

টাঙ্গাইলের ঘাটইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি
২০২৪-২৬৫অর্থ বছরে উচ্চ ফলনশীল জাতের পাট
উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে
বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার(১৭ নভেম্বর) দুপুর ১২ টায়
উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে উপজেলার ৩শ ক্ষুদ্র প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল ও পাট কর্মকর্তা নূরী সহ অন্যান্যরা।

মোঃ মারুফ হোসেন
ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি
তারিখ: ১৭.০৪.২৫

Menampilkan lebih banyak

 0 Komentar sort   Sortir dengan


Berikutnya