close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Следующий

ফরিদগঞ্জে কালবেলার প্রতিষ্টা বার্ষিকী পালিত।

2 Просмотры· 28/10/25
Abdul Kadir
Abdul Kadir
Подписчики
0
В

⁣ফরিদগঞ্জে কালবেলার প্রতিষ্টা বার্ষিকী পালিত।


চাঁদপুর ফ‌রিদগ‌ঞ্জে দৈ‌নিক কালবেলার প্রতিষ্টা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে, ২৭ অ‌ক্টোবর সোমবার ফ‌রিদগঞ্জ প্রেসক্লা‌বে দৈনিক কাল‌বেলার তৃতীয় বর্ষফূ‌র্তি উপল‌ক্ষে কেকটাকা ও আ‌লোচনাসভা অনু‌ষ্টিত হয়। ফ‌রিদগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি মামুনূর র‌শিদ পাঠা‌নের সভাপ‌তি‌ত্বে কাল‌বেলার ফ‌রিদগঞ্জ উপ‌জেলা প্রতি‌নি‌ধি আবদুল কা‌দি‌রের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন,উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও ফ‌রিদগঞ্জ পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া। প্রধান অ‌থি‌তির বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন, কাল‌বেলা বস্তু‌নিষ্ট সংবাদ প্রচার ক‌রে। আ‌মি শুরু থে‌কেই কাল‌বেলার সংবাদগু‌লো দে‌খি। তা‌দের নিউজের ভেত‌রে স‌ঠিক তথ‌্য থা‌কে। আমার বুকমা‌র্কে কাল‌বেলা রা‌খি।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, ফ‌রিদগঞ্জ প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি নুরুন্নবী নোমান, সি‌নিয়র সহ সভাপ‌তি এম‌কে মা‌নিক পাঠান, সহ সভাপ‌তি ম‌হিউ‌দ্দিন,সহ সভাপ‌তি ম‌শিউর রহমান,
সা‌বেক সাধারন সম্পাদক আবদুস সোবহান লিটন, সা‌বেক সাধারন সম্পাদক প্রবির চক্রব‌র্তি, যুগ্ন সাধারন সম্পাদক নারায়ন র‌বিদাশ, যুগ্ন সাধারন সম্পাদক এস এম ইকবাল, সাংগঠ‌নিক সম্পাদক শা‌কিল মুশ‌ফিক, অর্থ সম্পাদক আকতার হো‌সেন, আই‌সি‌টি‌ বিষয়ক সম্পাদক গাজী ম‌মিন,
সা‌হিত‌্যবিষয়ক সম্পাদক জা‌হিদ ,
নির্বাহী সদস‌্য শিমুল হাসান,
নির্বাহী সদস‌্য জ‌সিম উ‌দ্দিন,
মামুন হা‌সেন, জ‌সিম,শা‌মিম হাসান, আমানউল‌্যাহ খানফারাবি প্রমুখ⁣

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий