close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

التالي

⁣ফরিদগঞ্জে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা খুন। পুলিশের হাতে আটক ঘাতক হাসান গাজী। দুইজন পলাতক..

2,959 المشاهدات· 12/08/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 مشتركين
10
في جريمة

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশে উপার্জিত টাকা লেনদেনের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে বাবু (২৪) নামে এক ওমানফেরত যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা রওশন গাজী (৫০) ও ভাই এমরান হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা


এলাকাবাসী জানায়, নিহত বাবুর চাচা হাসান গাজী প্রবাসে থাকা অবস্থায় বাবুর কাছে কিছু টাকা পেতেন বলে দাবি করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান ও তার দুই ছেলে শাকিল ও রাকিব ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবু, রওশন গাজী ও এমরান হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই বাবু মারা যান।
জানা যায়, আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে রওশন গাজী চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত এমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয়রা হাসান গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তার দুই ছেলে শাকিল ও রাকিব পালিয়ে গেছে।


এ বিষয়ে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। এছাড়াও দুইজন পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

أظهر المزيد

 0 تعليقات sort   ترتيب حسب


التالي