close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

下一个

ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রজেক্ট দেখিয়ে বড় বড় দুর্নীতি করেছে: চসিক মেয়র

2 意见· 29/08/25
Imran Hossain
Imran Hossain
3 订户
3
国家

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বড় বড় প্রজেক্ট দেখিয়ে বড় বড় দুর্নীতি করেছে। আশপাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল এখন সরকারের লোকসান প্রজেক্টে পরিণত হয়েছে। অপরিকল্পিত উন্নয়ন এটি। সড়ক যোগাযোগ না হওয়ায় এই টানেল এখন ক্ষতির সম্মুখে পড়েছে। আগামীতে টানেলের আশেপাশের এলাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত করে যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে।’

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার বোয়ালিয়া এলাকার বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃনির্মাণ কাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র শাহাদাত হোসেন আরও বলেন, ‘ভৌগোলিক অবস্থানে আনোয়ারা শিল্প অঞ্চলের উপযোগি এলাকা। গত ১৬ বছরে এই এলাকায় অনেক উন্নয়ন করা যেত; কিন্তু এই এলাকায় বৈষম্য হয়েছে, যার কারণে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপির ঘাঁটি এই উপজেলাকে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এই এলাকার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।’

এসময় বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনসহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

显示更多

 0 注释 sort   排序方式


下一个