close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Als nächstes

এত কিছুর পরেও এই যুবদল নেতার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি

239 Ansichten· 25/03/25
Abdulmalek
Abdulmalek
5 Abonnenten
5
Im Politik

⁣৫ই আগষ্ট ২০২৪ রাজধানী ঢাকার কেন্দ্রে অবস্থিত সময় টিভির কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে বেশ কিছু যুবদল নেতা-কর্মী হামলা চালায়। জানা যায় হামলার পর সময় টিভি থেকে প্রায় ২ কোটি টাকা চাঁদা আদায় করে নয়ন ও তার সহযোগীরা, এর কিছুদিন পরই দেশের ব্যাংকগুলো শূন্য করা আওয়ামী অলিগার্ক এস আলম গ্রুপের হয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করেন নয়ন ও তার অনুসারীরা।

ব্যাংকটি দখলের চেষ্টাকালে তিনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেন এমনকি তার ছোড়া গুলিতে ব্যাংকের ৬ কর্মকর্তা আহত হন।

এত কিছুর পরেও এই যুবদল নেতার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি।

জানা গেছে ২০১৬ সালে পুলিশ পাঁচ রাউন্ড গুলি করে ঢাকা মেডিকেলে নয়ন'কে নিহত ভেবে ফেলে রেখে যায়, কিন্তু গুরুতর আহত নয়ন সুস্থ হয়ে সেরে ওঠেন। সেকারণেই কি নয়নের প্রতি এই নমনীয়তা?

নয়নের নেতৃত্বে শুধু নির্দিষ্ট কোন এলাকা নয়, পুরো ঢাকা শহর জুড়ে চাঁদাবাজির মহোৎসবে নেমেছে চিহ্নিত কিছু বিএনপি নেতা-কর্মী। নয়নের পেছনে যুবদলের কোন শীর্ষ নেতা এবং খুলনার কোন বিশেষ নেতা জড়িত আছেন সেটা আমি জানি। ওইসব নেতাফেতা সহ এদের সকলের বিষয়ে কঠোর স্থায়ী ব্যবস্থা গ্রহণ জরুরি।

Zeig mehr

 1 Bemerkungen sort   Sortiere nach


Akm Kaysarul Alam
Akm Kaysarul Alam 3 Monate vor

News

0    0 Antworten
Zeig mehr

Als nächstes