close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE+%E0%A6%89

7 بازدیدها· 25/04/25
Anamul Kabir
Anamul Kabir
مشترکین
0
که در جرم

⁣বানারীপাড়ায় ডাকাতির মিথ্যা মামলায় মানিককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন



এনামুল কবির, বানারীপাড়া :-

বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নে ডাকাতির ঘটনায় গ্রেফতার শহীদুল ইসলাম মানিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৪শে এপ্রিল বৃহস্পতিবার উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠিতে শহিদুল ইসলাম মানিকের(৫০) বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী শহিদুল ইসলাম মানিকের একমাত্র মেয়ে সুমাইয়া ইসলাম শান্তা ও তার পরিবারের পাশে এলাকাবাসী অবস্থান নেয়। প্রতিবেশীরা জানান, বজলুর রহমান হাওলাদারের দশ ছেলেমেয়ে মধ্যে ৩য় শহিদুল ইসলাম মানিক। প্রায় দুই যুগ সৌদিতে প্রবাস জীবন শেষ করে গত ২০১৯ সালে দেশে ফেরে। প্রবাসে দীর্ঘদিন কর্মজীবনে গাজীপুরের সফিপুরে গড়েছে বাড়ি ও দোকানপাট। শহিদুল ইসলাম মানিকের ছিল না আর্থিক অনাটন বা অস্বচ্ছতা। তার একমাত্র কন্যার জামাতাও সেনাবাহিনীতে কর্মরত।

প্রসঙ্গত, ২১শে এপ্রিল সোমবার বানারীপাড়ার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে দফাদার বাড়ির মিজানুর রহমান বাবুল মিয়ার ঘরে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২২ শে এপ্রিল) মিজানুর রহমান বাদি হয়ে পার্শ্ববর্তী গরদ্দার গ্রামের শহিদুল ইসলাম মানিক ও কালুসহ ৫/৭ জনকে অজ্ঞাত রেখে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একইদিন অভিযুক্ত শহিদুল ইসলাম মানিক (পরিবারের ভাষ্যমতে) কিছু না বুঝে ওঠার আগেই তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

শহিদুল ইসলাম মানিকের মেয়ে শান্তা জানান, পার্শ্ববর্তী গ্রামের দফাদার বাড়ির ডাকাতির ঘটনার রাতে বাবা (মানিক) নিজ বাড়িতে ছিলেন। তাদের কোনো প্রকার পিছুটান নেই যে চুরি করে খেতে হবে। আমার বাবাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাকাতি মামলার আসামি করে সামাজিক দৃষ্টিকোনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।

উক্ত মানববন্ধনের মাধ্যমে এলাকাবাসী শহীদুল ইসলাম মানিকের বিরুদ্ধে আনিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এলাকাবাসী। তারা আরো দাবি জানান, তদন্ত করে প্রকৃত দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনা হোক। বিনা দোষে কেউ যেন সাজা না পায়।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی