Volgende

দুটি স্প্রাইট নেওয়ার কথা বলে দিনদুপুরে দোকানে প্রতারণা

20 Bekeken· 05/06/25
Nazrul Islam
Nazrul Islam
4 abonnees
4
In Misdaad

⁣দিনদুপুরে কুতুবদিয়া উপজেলা গেইটের জয়নাল সওদাগরের দোকানে চতুর কৌশলে প্রতারণার শিকার হয়েছে এক কিশোর দোকানদার। পাঁচশ টাকার ভান করে প্রতারক হাতিয়ে নেয় চারশো পঞ্চাশ টাকা এবং দুটি কোলড্রিংক।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একজন মধ্যবয়সী ব্যক্তি দোকানে প্রবেশ করে প্রথমে দোকানের ক্যাশে একটি কিশোর কর্মীর উপস্থিতি নিশ্চিত করে। এরপর সে দুটি স্প্রাইট নেওয়ার কথা বলে। দাম মেটাতে সে মানিব্যাগ থেকে একটি নতুন পাঁচশ টাকার নোট বের করে শিশুটিকে দেওয়ার অভিনয় করে এবং আবার সেটি নিজের মানিব্যাগে ফিরিয়ে রাখে। পরে কৌশলে শিশুটিকে বলে সে নোটটি নিয়ে ফেলেছে এবং তাকে ফেরত ৪৫০ টাকা দিতে বলে।

সরল বিশ্বাসে শিশুটি ক্যাশ থেকে ৪৫০ টাকা বের করে প্রতারককে দিয়ে দেয়। প্রতারক তখন
একটি পুরোনো ১০ টাকার নোট ক্যাশে রেখে দ্রুত দোকান থেকে বেরিয়ে পড়ে।

ঘটনার সময় পাশের টেবিলে বসা এক মুরুব্বি বিষয়টি লক্ষ করে শিশুটিকে টাকাটি পরীক্ষা করে
দেখতে বলেন। তখনই প্রতারণার বিষয়টি ধরা পড়ে। দোকান কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে
আশেপাশের দোকানগুলোকে সতর্ক করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রতারকের পরিচয়
শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

Laat meer zien

 1 Comments sort   Sorteer op


Motior Rahman Sumon
Motior Rahman Sumon 29 dagen geleden

becareful

1    0 Antwoord
Laat meer zien

Volgende