close

লাইক দিন পয়েন্ট জিতুন!

تا بعدی

দুর্নীতি, বেকারত্ব ও দারিদ্র্যকে না বলতে হবে-ড. হামিদুর রহমান আজাদ

26 بازدیدها· 02/11/25
Nazrul Islam
Nazrul Islam
9 مشترکین
9
که در ملی

⁣কুতুবদিয়া সরকারি কলেজে শিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি অনুষ্টানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি ইব্রাহীম রনি এবং কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী।
প্রধান অতিথি ড. হামিদুর রহমান আযাদ বলেন, “দুর্নীতি, বেকারত্ব ও দারিদ্র্যকে না বলতে হবে। মেধাবীদের হাত ধরেই বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছাবে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে নেতৃত্বগুণ ও সৃজনশীল চিন্তাশক্তি অর্জনের প্রতি গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিবির ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی