close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Следующий

দশম পরীক্ষায় বড় সাফল্য, ১৩ অক্টোবর ফের উড়ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ

16 Просмотры· 01/10/25
আব্দুল্লাহ আল মামুন
10
В

⁣মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স (SpaceX)। বিশ্বের প্রথম সম্পূর্ণ पुनर्ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল তৈরির অংশ হিসেবে নিজেদের স্টারশিপ (Starship) রকেটের দশম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই সাফল্যের রেশ ধরেই পরবর্তী অর্থাৎ একাদশ ফ্লাইটের দিনক্ষণও জানিয়ে দিয়েছে তারা।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর, ২০২৫) স্পেসএক্সের ভেরিফায়েড এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়। একটি পোস্টে সংস্থাটি জানায়, "স্টারশিপের দশম ফ্লাইট পরীক্ষাটি বিশ্বের প্রথম সম্পূর্ণ पुनर्ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল তৈরির পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।"


এই সাফল্যের পর স্পেসএক্স জানিয়েছে যে, তারা স্টারশিপের একাদশ ফ্লাইটটি আগামী ১৩ অক্টোবর, সোমবার উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পোস্টের সাথে একটি ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও সংযুক্ত করা হয়েছে, যেখানে স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে।


স্টারশিপ হলো স্পেসএক্স-এর পরবর্তী প্রজন্মের মহাকাশযান, যা মানুষ এবং কার্গোকে চাঁদ, মঙ্গল এবং মহাকাশের আরও দূরবর্তী স্থানে পৌঁছে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সম্পূর্ণ पुनर्ব্যবহারযোগ্যতা, যা মহাকাশ যাত্রার খরচ বহুগুণে কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।


স্টারশিপের দশম পরীক্ষার সাফল্য এবং মাত্র দুই সপ্তাহের ব্যবধানে পরবর্তী ফ্লাইটের ঘোষণা, এই প্রকল্পটির দ্রুত অগ্রগতিকেই নির্দেশ করে। সারা বিশ্বের মহাকাশপ্রেমীরা এখন ১৩ অক্টোবরের দিকে তাকিয়ে আছেন স্টারশিপের আরও একটি ঐতিহাসিক উৎক্ষেপণ দেখার জন্য।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий