Susunod

দিনাজপুরের সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন

549 Mga view· 14/07/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
3 Mga subscriber
3

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > শোক র‍্যালী আলোচনাসভা এবং দোয়ার মাহফিলের মধ্য দিয়ে দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালন করেছে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ ১৪ জুলাই সোমবার অর্ধ দিবস ব্যাপি কর্মসূচিতে পার্টির পরলোকগত নেতাকে স্মরন করেন তারা।

কালিতলাস্হ দলীয় কার্যালয় থেকে শোক র‍্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময় প্লাকার্ড ফ্যাস্টুন সহ পার্টির নির্বাচনী প্রতিক লাঙ্গন বহন করেন তারা।

আত্বার মাগফেরাত কামনায় এর আগে সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআন খানি এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও দুঃস্হদের মাঝে খাবার বিতরন করেন তারা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, যুগ্ম সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, লাইছুর রহমান লাবলৃ, মোতাল্লেব, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, তথ্য ও গবেষনা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, পৌর কমিটির সাধারন সম্পাদক সোয়েব, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বাবু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বাবু সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন, যুগ্ম সদস্য সচিব আসলাম , ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিহাল আহমেদ, ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ কমিটি সভাপতি মাকবুল এবং দাইনুর কমিটির সাধারন সম্পাদক আজাদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
###

Magpakita ng higit pa

 0 Mga komento sort   Pagbukud-bukurin Ayon


Susunod