close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে কেয়ার স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালে ৩০ থেকে ৩৩০ টাকায় ১২ ধরনের নম

4,578 بازدیدها· 15/07/25
Salahuddin Ahmed
Salahuddin Ahmed
4 مشترکین
4
که در

⁣দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে বর্হি বিভাগে ৫০ টাকার টিকেটে চিকিৎসা সেবা, সিমিত ফিতে ১২ ধরনের পরীক্ষা নিরিক্ষা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুরের ১০০ শর্য্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স সেন্টারে শুরু হয়েছে ওয়ান স্টোপ "কেয়ার স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম। দুই শিপ্টের বর্হি বিভাগে ৫০ টাকার টিকেটে রোগীরা পাবেন দুবার করে চিকিৎসা সেবা। সেই সাথে রোগ জীবানু নির্নয়ে ৩০ টাকা থেকে শুরু করে ৩৩০ টাকার মধ্যে আল্ট্রাসনোগ্রাম এক্সরে রক্ত মূত্রসহ ১২ ধরনের নমূনা পরীক্ষা নিরিক্ষা করাতে পারবেন সব বয়সি রোগীরা। বিনামুল্যেও কিছু কিছু ঔষধ দেওয়া হবে রোগীদের। দুস্হঃ রোগীদের বিনামূল্যে ঔষধ দিতে দানশীল বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা চাওয়া হয়েছে।
পর্য্যায়ক্রমে বর্হি বিভাগে অল্প টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্হ্য সেবা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ প্রসব সেন্টার ও ডে কেয়ার সার্জারী বিভাগ চালুর উদ্দ্যেগ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এবিষয়ে আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তারিত তুলে ধরেন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এ.কে.এম আজাদ। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির এবং নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স সেন্টার চালুর প্রকল্পের কথা। অলাভজনক স্বেচ্ছাসেবী এবং নিজস্ব আয়ে পরিচালন হিসেবে ১৮৯২ সালের ১৩জুন হাসপাতালটির প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ে প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন ( মুরহুমা) সংরক্ষিত আসনের এমপি বেগম খুরশিদ জাহান হক চকলেট। ২০০৩ সালে ২৩ এপ্রিল হাসপাতালটি উদ্বোধন করেন তৎকালীন সময়ের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া।
গত ২০২২ সালের ১৭ জুন স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালের বর্হি বিভাগ ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন করেছিলেন খুরশিদ জাহান হক চটলেটের ছেলে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ড.হাসনাইন আক্তার হক।
ধাপে ধাপে হাসপাতালে ক্লোজ হার্ট সার্জারী,এনজিওগ্রাম,পিটিসিএ, ওপের হার্ট সার্জারী, শিশু কার্ডিওলজভ নিউরো মেডিসিন, নিউরো সার্জারী অর্থোপেডিক সার্জারী গাইনী এন্ড অবস্ ফিজিএমওথেরাপী এবং, ডেন্টাল বিভাগসহ জরুরী চিকিৎসা সেবা সম্প্রসারিতসহ চলমান রয়েছে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی