close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
দিনাজপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ
0
0
4 ビュー·
08/11/25
の
地区ニュース
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > সকালে শহরের ইনস্টিটিউট চত্তর থেকে বনার্ঢ্য র্যালী শেষে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা সমাবেশ। এর আগে জাতীয় সংগিত পরিবেশনসহ জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক নঈম জাহাঙ্গীর, সাদেক আহমেদ খান, সচিব কেন্দ্রীয় কাউন্সিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, এ ছাড়াও আরোও বক্তব্য রাখেন আবুল বাশার, মনসুর আলী সরকার, নুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের আহ্বায়ক মোকশেদ আলী মঙ্গলীয়া।
আলোচনা সভা শেষে ৬জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
もっと見せる
0 コメント
sort 並び替え
