close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

ঢাকায় বেপরোয়া গাড়িচালকের তাণ্ডব: চারজন গুরুতর আহত, একজন আইসিইউতে

26 بازدیدها· 09/09/25

⁣রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক মর্মস্পর্শী দুর্ঘটনায় চারজন পথচারী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িচালক মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পথচারীদের ওপর গাড়ি তুলে দেন।

ঘটনাটি ঘটে যখন চারজন অভিভাবক রাস্তা দিয়ে হাঁটছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়—ঢাকা মেট্রো-গ ৩৯-২৮-২৮ নম্বর প্লেটযুক্ত গাড়িটি হর্ণ না বাজিয়েই সরাসরি তাদের ওপর উঠে যায়।


আহতদের মধ্যে একজন গাড়ির নিচে আটকা পড়ে গুরুতর আহত হন এবং বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আরেকজনের পায়ে গুরুতর আঘাত লাগায় চিকিৎসকরা তার পা কেটে ফেলার আশঙ্কা করছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়িচালককে থামানোর চেষ্টা করলে তিনি আরও দু’তিনবার গাড়ির চাকা দিয়ে এক নারীকে পিষে সামনে টেনে নিয়ে দ্রুত পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়ির মালিক ও চালককে শনাক্তের কাজ চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও আহতদের পরিবার দ্রুত দোষী চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی