close

লাইক দিন পয়েন্ট জিতুন!

下一个

বৃষ্টির মধ্যে রাস্তা সংস্কার কাজ: দায়িত্বহীনতার চিত্র

13 意见· 21/04/25
Nazrul Islam
Nazrul Islam
2 订户
2

⁣কুতুবদিয়ায় বৃষ্টির মধ্যে চলমান রাস্তা সংস্কার কাজ। উপজেলা মেডিকেল গেইট এলাকার ব্যস্ত সড়কে দেখা গেছে এ চিত্র। এমন দায়িত্বহীন কাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে চারদিকে সমালোচনার ঝড় উঠে।



‎ভিডিও তে দেখা যায়, চারপাশে কাদামাটি। পানি জমে আছে। ভারী বৃষ্টিপাতের সময়েও রোলার দিয়ে পিচ ঢালাইয়ের কাজ চলছে। গরম পিচে বৃষ্টির পানি পড়ার ফলে রাস্তার ওপর ধোঁয়া উঠছে।



‎সচেতন মহল জানিয়েছেন, এ ধরনের কাজ প্রকৌশলগত দৃষ্টিকোণ থেকে যেমন অকার্যকর, তেমনি রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও বটে। ভেজা আবহাওয়ায় পিচ ঢাললে তা যথাযথভাবে জমে না। যার ফলে কিছুদিনের মধ্যেই রাস্তা আবার ভেঙে পড়ে।



‎তারা জানান, এই দৃশ্য শুধু দায়িত্বজ্ঞানহীনতা নয়, বরং জনসাধারণের করের টাকার প্রতি অবজ্ঞার প্রকাশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সুষ্ঠু পরিকল্পনা ও আবহাওয়ার উপযুক্ত সময় দেখে সংস্কার কাজ চালানো।যাতে দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করা যায়।

显示更多

 0 注释 sort   排序方式


下一个