Up next

বিশ্ব_জনসংখ্যা_দিবস২০২৫‎

927 Views· 16/07/25
Nazrul Islam
Nazrul Islam
8 Subscribers
8

⁣ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন ’—এই প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


‎বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।


‎সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন।


‎বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক এসতেহাদুল ইসলাম, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী এবং এনটিভির প্রতিনিধি আবুল কাশেম।


‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ও মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি) ডা. সৈকত বড়ুয়া।



‎উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী শাকের উল্লাহ আজাদ ও কৈলাশ কান্তি দে'র যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শিক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

‎সভায় বক্তারা তীব্র জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, পর্যাপ্ত জনবল না থাকার কারণে মাঠ পর্যায়ে মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে।

‎বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসম্মত, শিক্ষিত ও দক্ষ জনসংখ্যাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে।


‎সভা শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে কাইছারুল ইসলাম , শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে জিন্নাত রায়হানা ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে জোবাইদা বেগমকে সদন ও ক্রেস্ট প্রদান করা হয়।

Show more

 0 Comments sort   Sort By


Up next