- National
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Other
বিশ্ব_জনসংখ্যা_দিবস২০২৫
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন ’—এই প্রতিপাদ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক এসতেহাদুল ইসলাম, কুতুবদিয়া মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক নজরুল ইসলাম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী এবং এনটিভির প্রতিনিধি আবুল কাশেম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) ও মেডিকেল অফিসার (এমসিএইচ এফপি) ডা. সৈকত বড়ুয়া।
উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী শাকের উল্লাহ আজাদ ও কৈলাশ কান্তি দে'র যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শিক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সভায় বক্তারা তীব্র জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, পর্যাপ্ত জনবল না থাকার কারণে মাঠ পর্যায়ে মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হিমশিম খেতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসম্মত, শিক্ষিত ও দক্ষ জনসংখ্যাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে।
সভা শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক হিসেবে কাইছারুল ইসলাম , শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে জিন্নাত রায়হানা ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে জোবাইদা বেগমকে সদন ও ক্রেস্ট প্রদান করা হয়।