close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

تا بعدی

ভোট ছাড়া জনগণের মতামত প্রতিনিধিত্ব মালিকানা অধিকার নাগরিকত্ব কায়েম হয় না" - আল্লামা ইমাম হায়

4,379 بازدیدها· 29/07/25
Al Mamun Gazi
Al Mamun Gazi
10 مشترکین
10
که در سیاست

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, জনগণ মানবতার রাষ্ট্র চায়, মানবতার রাজনীতি চায়, নিরাপত্তা চায় ও সবার অধিকার- স্বাধীনতা চায়।
ভোটের মাধ্যমেও লুটেরা জালিম আসে সেটার কারণ মানবতার রাজনীতির শূন্যতা। এজন্য ভোট বা নির্বাচন বাদ দেয়া সমাধান নয়, সমাধান রাজনীতির সংস্কার।


ভোট ছাড়া জনগণের মতামত প্রতিনিধিত্ব হয় না,
ভোট ছাড়া জনগণের মালিকানা অধিকার নাগরিকত্ব কায়েম হয় না,
ভোট ছাড়া গণতন্ত্র হয় না।
ভোট বা নির্বাচন অস্বীকারl জনগণের রাষ্ট্রীয় মালিকানা ও নাগরিকত্ব অস্বীকার এবং রাষ্ট্র সত্য ও জীবনের বিরুদ্ধে স্বৈরতন্ত্র হয়ে যায়।


তবে মানবতার রাজনীতি না থাকলে ভোট মানে ডাকাতদের ভাগ বাটোয়ারা। মানবতার রাজনীতি না থাকলে ভোট নির্বাচন একক গোষ্ঠীর রাষ্ট্র জবরদখলের হাতিয়ার হয়ে যায়।


তাই সাংবিধানিক ভাবে একক ধর্মের নামে বা একক বস্তুবাদি জাতীয়তাবাদের একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি নিষিদ্ধ করতে হবে।


আল্লামা ইমাম হায়াত বলেন, সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতি প্রবর্তন করতে হবে।
রাষ্ট্র এক ধর্ম এক মতবাদ এক জাতি এক গোষ্ঠী এক দলের নয়- সব মানুষের সবার, রাষ্ট্রের মালিক সব মানুষ এটি আগে স্বীকার করতে হবে।


সব মানুষের জীবন ভিত্তিক রাজনীতিই সর্বজনীন মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ছাড়া সব রাজনীতিই মানবতাবিরুদ্ধ স্বৈররাজনীতি ।


একক গোষ্ঠীবাদি সকল স্বৈররাজনীতি মানবতাবিধ্বংসী অপরাধ।
মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। মানবতার রাষ্ট্র জীবনের ই কাঠামো। মানবতার রাষ্ট্র ছাড়া সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার অসম্ভব।


ইমাম হায়াত বলেন, মানবাধিকারের বাস্তব কাঠামোর নাম মানবতার রাষ্ট্র খেলাফতে ইনসানিয়াত। মানবতার রাজনীতি ছাড়া গণতন্ত্র হয় না,গণতন্ত্রের নামে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতন্ত্র হয়।

আল্লামা_ইমাম_হায়াত Allama Imam Hayat
(মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা)

بیشتر نشان بده، اطلاعات بیشتر

 0 نظرات sort   مرتب سازی بر اساس


تا بعدی