ভালুকায় সশস্ত্র ডাকাতি: মুখোশধারী নারী নেতৃত্বে দলবল গৃহকর্ত্রীকে বেঁধে লুট
1
0
62 Visningar·
08/04/25
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী এক নারীসহ ৮ সদস্যের সশস্ত্র দল সোমবার ০৭ এপ্রিল রাতে স্থানীয় এক পরিবারের গৃহকর্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ভালুকা মডেল থানায় ইতিমধ্যে এ ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে।
Visa mer
0 Kommentarer
sort Sortera efter