close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
AQNIs0P5VqpBHS9oa8-B3wmm02LOCcqr2oG4CviBscW5hM-38OR4Lt5T5mZafHE505i5OEU_lWqy6-yKoqQjMLlp0Wlbk9q0IFEW
0
0
598 意见·
23/07/25
বাকেরগঞ্জে ডাকাতির অভিযোগ, তদন্তে পুলিশের গড়িমসি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের উত্তর জিনিয়া গ্রামে (পোস্ট: কাঠিপাড়া) সাঈদ মল্লিকের বাড়িতে সম্প্রতি একটি ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ দায়েরের পর দুই দিন পার হলেও এখনো পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো তদন্ত কার্যক্রম শুরু করেনি। এতে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশের এই উদাসীন আচরণে দুষ্কৃতকারীরা আরও সাহসী হয়ে উঠতে পারে। তারা দ্রুত তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
显示更多
0 注释
sort 排序方式