close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Up next

আল্লামা শহীদ দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) বড়ঘোপ মেডিকেল গেইট ইউনিটের কমিটি ঘোষণা

5 Views· 25/08/25
Nazrul Islam
Nazrul Islam
7 Subscribers
7

⁣‎কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদি (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল





‎কুতুবদিয়া প্রতিনিধিঃ





‎কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ঘোপ ইউনিয়ন শহীদ আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদি (রহঃ) মেডিকেল গেইট ইউনিট শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।





‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিন।





‎অলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা তরবিয়তের সেক্রেটারি মাওলানা আবদুস সাত্তার, উপজেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক হাবিব উল্লাহ,বড়ঘোপ ইউনিয়ন জামায়াের সভাপতি আহমদ নূর, সহ-সভাপতি মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা শামসুল আলম, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি মৌঃ ওসমান, অর্থ সম্পাদক ডাঃ ইলিয়াছ, বড়ঘোপ যুব জামায়াতের পরিচালক মাহমুদুল করিম প্রমুখ।





‎দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কুতুবউদ্দিন।





‎শেষে উক্ত ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আকমল হোসেন সাগরকে সভাপতি, মোঃ রবিউ হোসেনকে সহ-সভাপতি, মোঃ শহীদউদ্দিন ছোটনকে সাধারণ সম্পাদক, মোঃ বেলালকে অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


Show more

 0 Comments sort   Sort By


Up next