আজ রবিবার ২৭-০৭-২৫ খ্রিষ্টাব্দে ভোর বেলায় ফুলতলা উপজেলা সামনে মিস্ত্রিপাড়ার বাগানে একটি নবজাতক কন্
1
0
5 Vues·
27/07/25
Dans
Crime
আজ রবিবার ২৭-০৭-২৫ খ্রিষ্টাব্দে ভোর বেলায় ফুলতলা উপজেলা সামনে মিস্ত্রিপাড়ার বাগানে একটি নবজাতক কন্যা সন্তান পাওয়া গেছে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধর করে ফুলতলা হাসপাতালে ভর্তি করেছে। এই নিষ্পাপ শিশুটি জন্মদাতা পিতা মাতাকে সনাক্ত করে,জনসমক্ষে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যেন কেউ জেনে শুনে এমন ধরনের ডেলিভারি করতে সাহস না পায়। কেউ যদি টাকার বিনিময় ডেলিভারি সহযোগিতা করে থাকে তাহলে তাকে তাকেও শাস্তির আওতায় আনতে হবে। পিতা ও মাতার ভুলের কারণে বা অবৈধ মেলামেশ করার মাধ্যমে জন্মগ্রহণ করা সন্তানদের এমন করুন পরিণতি ভোগ করতে না হয় আমরা চাই না। 😭😭
Montre plus
0 commentaires
sort Trier par