close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

حصري

হাসিনুজ্জামান মিন্টু,,
2 المشاهدات · منذ 11 أيام

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদে হবে উন্নতি”— এ স্লোগানকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) পৌর শহরের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. আরশেদুল হক, ভেটেরিনারি সার্জন রমেন চন্দ্র রায়, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন, মানসম্পন্ন খাবার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতে বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দুধ, মাংস, ডিম ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস–মুরগি, কবুতরসহ নানা জাতের প্রাণী অংশ নেয়। খামারিরা তাদের পালনকৃত উন্নত জাতের প্রাণী প্রদর্শন করেন এবং দর্শনার্থীরা প্রাণিসম্পদ সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেন। আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও খামারিদের উৎসাহ দিতে আয়োজিত এ প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশগ্রহণ করে।

সার্বিকভাবে প্রাণিসম্পদ সপ্তাহকে ঘিরে রাণীশংকৈলে এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

M Rasel Ahmed
6 المشاهدات · منذ 29 أيام

⁣বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, ম্যাটস ইনস্টিটিউটটা চালু হলে আমাদের এলাকার ছেলে-মেয়েরা চিকিৎসা বিষয়ে পড়ার বড় সুযোগ পেতো। দীর্ঘদিন বন্ধ থাকায় অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই সরকার দ্রুত এটি চালু করুক।

Alamin hosen suvo
15 المشاهدات · منذ 1 شهر

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ঢাকা দুই আসনে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ তৌফিক হাসান এর সৌজন্যে আমিনবাজার ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প, নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা আলাদা অবস্থা, ফ্রি মেডিকেল ক্যাম্পের সুবিধা নিচ্ছে সাধারণ জনগ।

Md Abu Nayem
18 المشاهدات · منذ 1 شهر

আজ জুমার নামাজের পর। সখিপুর তালতলা চত্বরে সখিপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে, ইসকন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়

ইস্পাহানী ইমরান
11 المشاهدات · منذ 1 شهر

⁣মিরপুর-১১ কালশী রোডের বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন।

Md Mutasim Billah Bayzid
8 المشاهدات · منذ 1 شهر

⁣ময়মনসিংহ, ২৩ অক্টোবর:
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি ময়মনসিংহ জংশন থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লাগে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের একটি কোচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে সরে যান।

ট্রেনের কর্মীরা তাৎক্ষণিক তৎপরতা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেন। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বলাকা কমিউটার ট্রেনটিকে পুনরায় ময়মনসিংহ জংশনে ফিরিয়ে নেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনার আকস্মিকতায় যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি—এমনটাই জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

a m abdul wadud
5 المشاهدات · منذ 2 الشهور

⁣‘যখন আপনার সন্তান দুধ ডিম খায়, আমাদের সন্তানেরা ক্ষুধায় ঘুমিয়ে পড়ে’ | শেরপুরের হরিজন পল্লীর এক নারীর আর্তনাদ!

M Rasel Ahmed
14 المشاهدات · منذ 2 الشهور

⁣ক্ষেতলাল উপজেলা চত্বরে ‘পাখি কলোনি’
প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক অভিনব উদ্যোগ

Shimul Rahman
9 المشاهدات · منذ 2 الشهور


আগামী এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে বার্তা দিলেন তরুণী

https://ekhon.tv/category/education

Sayed Aliuzzaman Mohsin
15 المشاهدات · منذ 2 الشهور

⁣সারাদেশে শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবী আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলন ও সমাবেশে অংশগ্রহণের সময় ঢাকা জাতীয় প্রেসক্লাবে সামনে কটিয়াদি উপজেলাধীন ফেকামারা কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো: কাজল মিয়াসহ শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কটিয়াদি উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্ধ।

১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবী আদায়ের পক্ষে বক্তব্য রাখেন এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাদের দেবীর পক্ষে সংহতি প্রকাশ করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Mahamud Mithu
10 المشاهدات · منذ 2 الشهور

: তিন মাসে উদ্ধার তিনশো একুশটি সাপ 😡😛😡😡😋

Sayed Aliuzzaman Mohsin
20 المشاهدات · منذ 2 الشهور

⁣“নিরাপদ সড়ক সবার দাবি—সচেতন নাগরিক গড়বে নিরাপদ ভবিষ্যৎ” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) কটিয়াদি উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১/১০/২৫ বিকেল ৫টার দিকে কটিয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে কটিয়াদি শাখার সকল সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সাধারণ জনগণ, পরিবহন শ্রমিক, চালক ও মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা মিলেই গড়ে উঠতে পারে নিরাপদ সড়ক।

নিসচা সদস্যরা এ সময় পথচারী ও চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং নিরাপদ চলাচলের আহ্বান জানান।

Roman Rahman
13 المشاهدات · منذ 2 الشهور

মানচিত্রে বড় পরিবর্তন আসবে

Mahamud Mithu
13 المشاهدات · منذ 2 الشهور

⁣দশ মিনিটে শনাক্ত হবে ক্যানসার,⁣বাংলাদেশী বিজ্ঞানীর আবিষ্কার, 😍😘😄😃

Atiqur Rahman
16 المشاهدات · منذ 2 الشهور

কুয়াকাটার বাইরেও বরগুনায় সমুদ্রসৈকতের অপার সম্ভাবনা-
দক্ষিণ উপকূলজুড়ে রয়েছে পর্যটনের অফুরন্ত সম্ভাবনা। তবে দেশের মানুষ এখনো শুধু কুয়াকাটাকেই চেনে। অথচ এই কুয়াকাটার পাশেই বরগুনা, পটুয়াখালী ও ভোলায় ছড়িয়ে রয়েছে আরও অন্তত চৌদ্দটি সমুদ্রসৈকত। এর মধ্যে বেশ কয়েকটি রয়েছে বরগুনা জেলায়, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য হলেও এখনো পড়ে আছে অবহেলায়।বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর সৈকত সম্প্রতি পর্যটকদের নজর কাড়ছে। তিন নদীর মোহনায় অবস্থিত এই সৈকত ঘিরে গড়ে উঠেছে ক্ষুদ্র দ্বীপরাজি, যা চট্টগ্রামের গুলিয়াখালির মতো পর্যটকদের কাছে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। সড়ক পথে তালতলী হয়ে কিংবা কুয়াকাটা থেকে স্পিডবোটে পৌঁছানো যায় এখানে। তবে নেই কোনো আবাসন ব্যবস্থা, ফলে পর্যটকদের থাকতে হয় উপজেলা শহরের হোটেলেই।বরগুনার পাথরঘাটার হরিনঘাটা বনাঞ্চল ও সমুদ্রসৈকত ঘিরেও পর্যটন উদ্যোগের চেষ্টা হয়েছিল। তবে ওয়াকিং ট্রেইল আর ওয়াচ টাওয়ার নির্মাণ হলেও তা আজ অযত্নে পড়ে আছে। গেস্ট হাউজগুলোও অচল অবস্থায়। স্থানীয় পর্যটন উদ্যোক্তা আরিফুর রহমান বলছেন, “বরগুনা হতে পারে পর্যটনের নতুন গন্তব্য। জঙ্গল, নদীর মোহনা আর সমুদ্র সবই আছে এখানে। শুধু সঠিক উদ্যোগের অভাবে সবকিছু থমকে আছে।আশপাশের রাঙ্গাবালী, চরফ্যাশন, এমনকি কুয়াকাটার সন্নিকটে গঙ্গামতি, লেম্বুর চর ও চরবিজয়ের মতো সৈকতও রয়েছে। তবে একক কোনো সমন্বিত পরিকল্পনা না থাকায় দেশের ভেতরে ও বাইরের পর্যটকদের কাছে এখনো অজানাই রয়ে গেছে এসব স্থান।

Mahamud Mithu
20 المشاهدات · منذ 2 الشهور

হামলার নির্দেশ ছিলো কার ?—প্রশ্ন নুরের😡😡😡

Azizar Rahman
28 المشاهدات · منذ 2 الشهور

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জে উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসীদের ঐতিহাসিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হলো সেই 'ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা'।

আদিবাসী সংস্কৃতির এই বিশেষ আয়োজন কীভাবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। এই ঐতিহাসিক মিলন মেলায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ছুটে আসেন আদিবাসীরা।

Hady Chakder
24 المشاهدات · منذ 2 الشهور

টাঙ্গাইলের ভূঞাপুরে হিন্দু থেকে মুসলিম হওয়ায় নির্যাতনের শিকার ক্লিনটন, চাইলেন সবার সহযোগিতা!

MD IMRAN MUNSHI
20 المشاهدات · منذ 2 الشهور

প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করালেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি
ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ক্লাবের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজের কল্যাণে কাজ করার জন্য নতুন কমিটির প্রতি আহ্বান জানান।


বিশেষ অতিথিবৃন্দের উপস্থিতি
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জর্জ কোর্টের অতিরিক্ত পিপি মো. আক্কাস সিকদার এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আল আমিন তালুকদার। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং সাংবাদিকতার মহান পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ
কাঠালিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সুধীজনসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাদের নেতৃত্বে কাঠালিয়ায় সাংবাদিকতার মান আরও উন্নত হবে।

Md Jakir Hossain
8 المشاهدات · منذ 2 الشهور

বুধবার (০১ অক্টোবর) দীঘিনালা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা করেন ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে "দি বেবি টাইগার্স" এর দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কঃ ওমর ফারুক, পিএসসি।

এসময় তিনি শারদীয় দুর্গোৎসব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।

Sayed Aliuzzaman Mohsin
15 المشاهدات · منذ 2 الشهور

⁣কটিয়াদিতে ৪ কর্মকর্তাকে ( অবসর / বদলিজনিত) বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। ⁣অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাঈদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাদের মাঝে কটিয়াদি মডেল থানার তদন্ত কর্মকর্তা জনাব হাবিবুল্লাহ। ⁣সংবর্ধনা প্রাপ্তরা হলেন জনাব মো: আফজাল হোসেন, মো: আবুল হোসেন মো: আব্দুর রাশিদ ও মো: মঞ্জরুল হক।

Monsur Alam
14 المشاهدات · منذ 2 الشهور

⁣‎ফেনী শহরের এসএসকে সড়ক পাঠানবাড়ি রাস্তার মুখে একটি যাত্রীবাহী সিএনজিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে পুরো গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

Sayed Aliuzzaman Mohsin
23 المشاهدات · منذ 2 الشهور

⁣আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর প্রথম স্থান অধিকারী কটিয়াদী পৌরসভার ভোগপাড়া মহল্লার মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মুনাজ্জিদ(১৩)কে কটিয়াদী উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।

Alamin hosen suvo
10 المشاهدات · منذ 3 الشهور

আমিনবাজার স্টান্ডে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে, এর পিছনে কারা বিষয়টি জানা যায়নি, আমিনবাজার স্টান্ডে মাদকের স্থান নামে পরিচয় পেয়েছে, তাই ইতিমধ্যে স্থানীয় ছাত্র সমাজ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও ছাড়ে সবার সহযোগিতা কামনা করে এটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে

MD JAHANGIR ALAM
27 المشاهدات · منذ 3 الشهور

কিশোরগঞ্জের বাজিতপুরে পিরিজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জোয়ারিয়া গ্রামে ইউপি সদস্য সোহাগ মেম্বারের মাছের পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মাছ মারা গেছে বলে তিনি দাবি করেছেন। ঘটনা ঘটেছে রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে।

সোহাগ মেম্বার জানান, সকালে পাহারাদারের কাছ থেকে খবর পেয়ে পুকুরে গেলে দেখতে পান বিভিন্ন প্রজাতির মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে। তিন একর জমির পুকুরে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে এ ব্যবসা শুরু করেছিলেন। এখন কীভাবে ঋণের টাকা শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। সোহাগ মেম্বার অভিযোগ করেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ন্যাক্কারজনক কাজ করেছে। তিনি আগামীকাল বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

পুকুরের পাহারাদার শরাফত ইসলাম জানান, রাত আনুমানিক ১০টার দিকে তিনি পাহারা দিয়ে ঘুমাতে যান। সকালে উঠে দেখেন পুকুরে মাছ মরে ভেসে উঠেছে, তবে কে বা কারা বিষ দিয়েছে তা তিনি দেখতে পাননি।

ঘটনার খবর পেয়ে পিরিজপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ফারুক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন আর কারও সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Dr Md Jonaid
41 المشاهدات · منذ 3 الشهور

টুংগি ফ্লাইওভার ব্রিজ এর নিচে কেমিক্যাল গোডাউনে আগুন

Dr Md Jonaid
7 المشاهدات · منذ 3 الشهور

মানবতার হাত বারিয়ে দেই সবাই অসহায় দের প্রতি

Dr Md Jonaid
22 المشاهدات · منذ 3 الشهور

খাতিয়া কয়ের গ্রামে অনুষ্ঠিত হলো ৫০ বছর পর নৌকা বাইচ

Mahamud Mithu
19 المشاهدات · منذ 3 الشهور

⁣বাংলাদেশেই পাওয়া গেল হরবোলা ! এমন ব্যক্তি যিনি বিভিন্ন পশু-পাখির ডাক নকল করতে পারেন।

Monsur Alam
24 المشاهدات · منذ 3 الشهور

⁣Live: পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার

Sayed Aliuzzaman Mohsin
27 المشاهدات · منذ 3 الشهور

⁣বুধবার(৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।
⁣এসময় বিভিন্ন অনিয়মের কারনে ১৫ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Md Abu Nayem
16 المشاهدات · منذ 3 الشهور

আজ ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ

সখিপুর উপজেলা প্রশাসক, সখিপুর থানা পুলিশ এবং বাসাইল সেনা ক্যাম্পের সেনা সদস্যদের সমন্নয়ে সখিপুর থানাধীন বহেড়াতৈল ইউনিয়নের ধুপারচালা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে দেশীয় তৈরি চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ধংশ করা সহ একজনকে আটক করা হয়।

Md Sale
14 المشاهدات · منذ 3 الشهور

⁣আগামী প্রজন্ম ধ্বংসের জন্য দায়ী কে? বাচ্চাদের সময় কাটানোর কোনো ব্যবস্থা রেখেছি?

Online Correspondent
27 المشاهدات · منذ 3 الشهور

বাকৃবির কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর স্থানীয় জনগণ দ্বারা ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

রবিবার(৩১ আগস্ট), রাত ১১ ঘটিকায় পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল পালিত হয়। প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিল পালিত হয়েছে।

Online Correspondent
21 المشاهدات · منذ 3 الشهور

পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের কম্ভাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ মিছিল

Online Correspondent
15,155 المشاهدات · منذ 3 الشهور

⁣জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন দিয়েছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা।



‎বৃহস্পতিবার(২৮ আগস্ট) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে ৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দেয়া হয়েছিল।



‎আলটিমেটাম শেষ হওয়ার পরও যথাযথ কতৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শনিবার রাত ১০:৩০ ঘটিকায় একাডেমিক-১ তালা ঝুলানোর মধ্য দিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কার্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

খায়রুল ইসলাম
1,713 المشاهدات · منذ 3 الشهور

স্বামী যদি হয় শত্রু

Saif Uddin
10,357 المشاهدات · منذ 3 الشهور

⁣চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটো রিক্সা সংঘর্ষে একজন নিহত

Azizar Rahman
30 المشاهدات · منذ 3 الشهور

⁣দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মেধাবী তরুণ অনুকূল রায় (১৬) নিজ উদ্যোগে তৈরি করা বিমান আকাশে উড়িয়ে আলোড়ন তৈরি করেছেন। বিমানের নামও দিয়েছেন, The Royal Sky-110। বিমানটি দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

Md Mamunur Rashid
14 المشاهدات · منذ 3 الشهور

⁣শেরপুরে দেড়শ মানুষের স্বেচ্ছাশ্রমে ১ কিলোমিটার রাস্তা সংস্কার
@everyone
@eyenewsbd

Sayed Aliuzzaman Mohsin
17,353 المشاهدات · منذ 3 الشهور

⁣ফজলুর রহমানের পক্ষে তার নিজ এলাকার স্থানীয় নেতার হুশিয়ারি

Online Correspondent
30 المشاهدات · منذ 3 الشهور

⁣পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ্যানিমেল হাজবেন্ড্রি ১৪তম ব্যাচের নবীন বরণ

Sayed Aliuzzaman Mohsin
21 المشاهدات · منذ 3 الشهور

⁣মানসিক ভারসাম্যহীন দুই রোগীর পরিচর্যার জন্য ⁣সকলের কাছে আহ্বান জানাচ্ছি I
⁣রোগীর অবস্থান : ⁣ঢাকা মেন্টাল হেলথ ইন্সটিটিউট



⁣-মোঃ মাঈদুল ইসলামের আহ্বান, ⁣উপজেলা নির্বাহী কর্মকর্তা, ⁣কটিয়াদি , ⁣কিশোরগঞ্জ I

খায়রুল ইসলাম
2,352 المشاهدات · منذ 3 الشهور

⁣বিস্তারিত ভিডিও তে,,,

খায়রুল ইসলাম
13 المشاهدات · منذ 4 الشهور

বড় বউকে বেঁধে রেখে ছোট বউয়ের সাথে মেলা মেশার কারনে বড় বউ পাগল হয়ে গিয়েছে বলে ধারনন বিস্তারিত ভিডিওতে।

⁣সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র মিনি মার্কেটের পাশে গোলপাতা রেস্টুরেন্ট এর শুভ উদ্ধোধন করছেন সাতক্ষীরা জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Akm Kaysarul Alam
28 المشاهدات · منذ 4 الشهور

⁣ধুঁকতে থাকা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবেন তারেক রহমান

Md Shakhawat Hossain
14 المشاهدات · منذ 4 الشهور

⁣সাংবাদিকদের গাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করলেন চট্টগ্রামের ডাবল মুড়িং থানার ওসি। ভিডিওতে বিস্তারিত :

Akm Kaysarul Alam
20 المشاهدات · منذ 4 الشهور

⁣বিএনপি গণমানুষের আস্হা অর্জন করতে পেরেছে - বিএনপি

খায়রুল ইসলাম
7 المشاهدات · منذ 4 الشهور

⁣গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের খুন হওয়া নজরুল ইসলাম নযিরকে যে অস্ত্র দিয়ে খুন করা হয় তা উদ্ধার করা হয়, চাকু এবং মোবাইল ফোন পুকুর ডুবা থেকে উদ্ধার করা হয়,উদ্ধার অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুল বুল সাহেব। সেই সাথে প্রধান খুনি সৌরভকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তারা,,,,,,

Akm Kaysarul Alam
13 المشاهدات · منذ 4 الشهور

⁣জাতীয় ষড়যন্ত্রের অংশই পিআর পদ্ধতি নির্বাচন -হুমায়ুন করিব বাবু কালীগঞ্জ উপজেলা বিএনপি, কালীগঞ্জ,লালমনিরহাট

Salahuddin Ahmed
15 المشاهدات · منذ 4 الشهور

⁣আড়াইশ বছরের প্রথা অনুসরন, নৌ বিহারে রাজবাড়ীতে রাধাকৃষ্ণের বিগ্রহ
দিনাজপুর প্রতিনিধি > আড়াইশ বছর আগের রাজ পরিবারের প্রথা অনুসরন করে উৎসবের আমেজে নৌ বিহারে চড়ে দিনাজপুরের রাজবাড়ী মন্দিরে ফিরেছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। এর আগে আজ শুক্রবার সকালে ধর্মীয় আচার অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এবং উলু ধ্বনীতে দেবতার বিগ্রহকে বিদায় জানান ভক্ত অনুরাগী সাধু সন্যাশীসহ সনাতন ধর্মালম্বীরা। উৎসবকে ঘিরে সব ধর্মের মানুষের সৌহাদ্য সম্প্রীতির মিলন মেলায় পরিনত হয় মন্দির এলাকা।
সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রেমিকা রাধার বিগ্রহের নৌ-বিহারকে কেন্দ্র করে পুনর্ভবা নদীর দুই তীর এবং ৪৪টি ঘাটে ছিল পুণ্যার্থীদের ভীড়। দান দক্ষিনা ফলমূল অর্পনসহ ভক্তির প্রার্থনা করেন তারা।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম জানান, নিরাপদে সুষ্ঠুভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্হা।
কাহারোল বোচাগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পুলিশের পাশাপাশি মোতায়েন নিরাপত্তার দ্বায়িত্ব পালন করেছে সেনা এবং র‍্যাবসহ স্বেচ্চাসেবীরা।
রাজ দেবোত্তর ট্রাস্টির এজেন্ট রনজিৎ কুমার সিংহ জানান, দিনাজপুরের রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল প্রায় সাড়ে ৫শ বছর আগে। সেই বংশের রাজা প্রাণনাথ দিনাজপুর শহর থেকে ২৫ কিলোমিটার উত্তরে কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় কান্তজিউ মন্দির নির্মাণকাজ শুরু করেন ১৭২২ সালে । ১৭৫২ সালে সেই মন্দিরের নির্মাণ শেষ করেন তার পোষ্যপুত্র রাজা রামনাথ। ওই সময় থেকেই কান্তজিউ বিগ্রহ ৯ মাস কান্তনগর মন্দিরে এবং বাকী ৩ মাস রাখা হত শহরের রাজবাড়ী মন্দিরে।
জন্মাষ্টমীর একদিন আগে আজ শুক্রবার কান্তজিউ বিগ্রহ রাজবাড়ীতে ফিরিয়ে আনা হলেও অগ্রহায়ন মাসের রাস পূর্নিমার তিথীর আগে পালকীতে করে সড়ক পথে আবারো ফিরিয়ে আনা হয়ে থাকে কান্তজী মন্দিরে। চলে মাস ব্যাপী রাস মেলা। মেলায় ছুটে আসে আশপাশেরসক দুর দুরান্তের ভক্ত অনুরাগী সাধু সন্যাশীসহ সনাতন ধর্মালম্বীরা। পসরা সাজিয়ে বিকি কিনিতে ব্যস্ত থাকেন ক্রেতা বিক্রেতারা। বিনোদনের আসরে চলে যাত্রাপালা সার্কাস পুতুলনাচসহ নানান আয়োজন।

খায়রুল ইসলাম
12 المشاهدات · منذ 4 الشهور

বঙ্গবন্ধুর জন্য দুই খতম করেছে বলে দাবি হুজুরের, কিন্তু স্ত্রীর দাবি হুজুর কোরানি পড়েনা,,,

Bodrul Alom
11 المشاهدات · منذ 4 الشهور

মৌলভীবাজারে কুলাউরা লাইভে এসে যুবক আত্মহত্যা

Akm Kaysarul Alam
13 المشاهدات · منذ 4 الشهور

⁣সাংবাদিক তুহিন হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন। লালমনিরহাট

খায়রুল ইসলাম
11 المشاهدات · منذ 4 الشهور

⁣সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে ১১ মাসের শিশুর মৃ/ত্যু 😢জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মাইজবাড়ী এলাকায় ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। খাবার খাওয়ার সময় গলায় আটকে যায়, মুহূর্তেই নিভে যায় এক শিশুর জীবনপ্রদীপ।

এক মুহূর্তে হাসিখুশি, পরের মুহূর্তে শোকের ছায়া—পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

শিশুদের খাওয়ানোর সময় সতর্ক হোন, কয়েক সেকেন্ডের অসাবধানতা হয়ে উঠতে পারে জীবনঘাতী।

খায়রুল ইসলাম
8 المشاهدات · منذ 4 الشهور

⁣দৃষ্টি নন্দন বড়দহ সেতু গোবিন্দগঞ্জ উপজেলায়
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাট গোবিন্দগঞ্জ বড়দহ সেতু যেন পর্যটকদের ভ্রমন করার মিনি কক্সবাজার,,, দেখুন বিস্তারিত ভিডিওতে,,,

খায়রুল ইসলাম
7 المشاهدات · منذ 4 الشهور

#গাইবান্ধার #জেলার #সাদুল্যাপুরে ধাপেরহাট বন্দরে রংপুর মহাসড়কে তৃতীয় লিঙ্গের দ্বারা বাস যাত্রিদের উপর অত্যাচারের পরিমান এত বেশি যে,টাকা না দেয়ার কারণে একজন যাত্রীর অন্ডকোষ পর্যন্ত চেপে ধরা হয়েছিল।
এত জোরে চেপে ধরেছিলো যে,তার আত্মচিৎকারে বাতাস ভারি হয়ে আসছিলো।

বাসযাত্রীদের অভিযোগ, এর জন্য বাস সুপার ভাইজার ও হেলপার দায়ি করেছেন সাধারণ যাত্রীরা,,,,

HasanHadi
15 المشاهدات · منذ 4 الشهور

⁣গতকাল সাবেক প্রধান বিচারপতি জনাব খাইরুল হক সাহেবের মামলার শুনানির এক পর্যায়ে রাষ্ট্রপক্ষের ডিএজি এডভোকেট রাসেল কোর্টকে ধমকের সুরে জানান— “আজ শুনানি হবে না, এক সপ্তাহ পরে করতে হবে।”

এ সময় খায়রুল হক সাহেবের পক্ষের আইনজীবীগণ— কামরুল হক সিদ্দিকী, মহসিনুর রহমান, জেড আই খান পান্না, এম কে রহমান, মনসুরুল হক চৌধুরী, মঞ্জিল মোর্শেদ প্রমুখ আপত্তি জানিয়ে বলেন— “আপনি কোর্টকে ডিকটেট করতে পারেন না, আপনার সাবমিশন দিতে পারেন।”

ঠিক তখনই এজি জসিম, ইব্রাহিম খলিল, উজ্জ্বলসহ কয়েকজন বেঞ্চ থেকে লাফিয়ে উঠে বিচারপতির সামনেই আইনজীবীদের ওপর চড়াও হন। শুরু হয় ধাক্কাধাক্কি ও হেনস্তা, এমনকি আইনজীবী বেলায়েত হোসেনকে মারধোর পর্যন্ত করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিচারপতি বাধ্য হয়ে শুনানির তারিখ পিছিয়ে পরবর্তী রবিবার ধার্য করেন।

এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়— রাষ্ট্রপক্ষ আগে থেকেই কিছু “আইনজীবী” নামধারী মব সন্ত্রাসী নিয়োগ দিয়েছে, যাদের ভয়ে সাধারণ আইনজীবী থেকে শুরু করে বিচারপতিরাও হামলা ও হেনস্তার শঙ্কায় থাকেন। ইতিপূর্বে বিচারপতিকে ডিম নিক্ষেপ ও এজলাস ভাঙচুর-এর ঘটনাও ঘটেছে। এখন তো প্রকাশ্য আদালতে সিনিয়র আইনজীবীরাও নিরাপদ নন।

বর্তমানে বিচারালয়ে বিএনপির এই অসভ্য আচরণই বলে দেয় কেন এদেরকে এতদিন কড়া শাসনে রেখেছিলেন শেখ হাসিনা!
এস.এম হাসিবুল হাসান হাদী
আই নিউজ বিডি

খায়রুল ইসলাম
4 المشاهدات · منذ 4 الشهور

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মৌসুমি তেলের পাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের চাপায় পড়ে অটোরিকশায় থাকা যাত্রী ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেকে,,,,,

Md Abu Nayem
19 المشاهدات · منذ 4 الشهور

গাজীপুরে সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যে হ"ত্যা"র প্রতিবাদে টাঙ্গাইলে আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

আই নিউজ বিডি ডেস্ক
9,106 المشاهدات · منذ 4 الشهور

⁣শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে খলিলুর রহমান (৮০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

খায়রুল ইসলাম
18,362 المشاهدات · منذ 4 الشهور

লাইভ করতই হঠাৎ করে সাপে কামর দেয় বলে ধারনা করা হচ্ছে

খায়রুল ইসলাম
6 المشاهدات · منذ 4 الشهور

⁣✍তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই✍
সাংবাদিক -আসাদুজ্জামান তুহিনকে- কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনের একটি দোকানে প্রকাশ্য এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। এর আগে গত ৩১শে জুলাই বিকালে তিনি ফুটপাথে চাঁদাবাজি নিয়ে ফেসবুকে একটি লাইভ করেন।
নিহত সাংবাদিক তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। তিনি দৌড়ে বাঁচার চেষ্টা করে একটি মুদির দোকানে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা তখন তাকে চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

Md Hamidul Islam
10 المشاهدات · منذ 4 الشهور

মেলার ভিডিও

Md Hamidul Islam
9 المشاهدات · منذ 4 الشهور

হালকা বিনোদন

খায়রুল ইসলাম
3,712 المشاهدات · منذ 4 الشهور

বিয়ের আশ্বাস দিয়ে ভোগ করতে থাকেন মাসের পর মাস এখন বিয়ে করতে নারাজ যুবক শুনুন বিস্তারিত ভিডিওতে,,,,

Shazzadul Alam Khan
14 المشاهدات · منذ 4 الشهور

⁣রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

Nezam Uddin
31 المشاهدات · منذ 4 الشهور

⁣বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি '' উপলক্ষে এক বিশাল গণমিছিলের আয়োজন করেন। মিছিলটি ইছাখালি পৌর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রোযাজারহাট মডেল থানা প্রাঙ্গণে সমাপ্ত হয়।গণমিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জামায়াতে ইসলামী'র মনোনীত দাড়িপাল্লা প্রতীক প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শুরা সদস্য, এনডিএফ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।

সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহ আলম, অর্থ সম্পাদক আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম, যুব বিভাগের আহ্বায়ক সরোয়ার হোসেনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিভিন্ন স্লোগান ও ফ্যাস্টুন নিয়ে কর্মীদের মধ্যে এই সময় উজ্জেবীত সৃষ্টি হতে দেখা যায়।

এই সময় বক্তরা বক্তব্যে বলেন, “বর্তমান দুঃশাসন, গণতন্ত্রহীনতা ও দমন-পীড়নের এই সময়ে আমাদের আবারও চেতনার জাগরণ ঘটাতে হবে। আমরা এই মঞ্চ থেকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো বৈধ ভোটাধিকার, মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে একচুলও পিছু হটবে না।”তিনি আরও বলেন, “আমাদের সংগ্রাম ক্ষমতার জন্য নয়, বরং ইনসাফ ও মানুষের হক প্রতিষ্ঠার জন্য। জনগণের ম্যান্ডেট পেলে আমরা রাঙ্গুনিয়া তথা দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”এই আন্দোলনের প্রেক্ষাপটে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধ। জামায়াতে ইসলামী তাদের বৈধতা ও রাজনৈতিক অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের গণমিছিল এবং সমাবেশগুলো তাদের রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করতে সহায়ক ভূমিকা পালন করছে।জুলাই জাগরণ মিছিলের প্রভাব সমাজ এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে।

Azizar Rahman
2,975 المشاهدات · منذ 4 الشهور

⁣জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন, খানসামা উপজেলার জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্লাটফর্ম "জুলাই যোদ্ধা"।

Md Abu Nayem
1,840 المشاهدات · منذ 4 الشهور

ঢাকার মহাখালীতে আজ জামাত-শিবিরের গণজোয়ার

খায়রুল ইসলাম
11 المشاهدات · منذ 4 الشهور

বগুড়া পরকিয়া করতে যেয়ে রাত্রে এক বিছানায় রাত কাটানোর সময় আটক করে রেখেছে এলাকা বাসি,,,,,,

খায়রুল ইসলাম
6 المشاهدات · منذ 4 الشهور

হাসপাতাল গুলোতে এন্টি ভেনম না থাকাটা বিপদ জনক বলে জানিয়েছেন সচেতন নাগরিক গন,অন্য হাসপাতালে নেয়ার চেষ্টা,,,,,

Al Mamun Gazi
4 المشاهدات · منذ 4 الشهور

⁣রামু রশিদ নগরের ভারুয়াখালী এলাকায় রাস্তা পার হতে রেলের সাথে সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ৪জন নিহত হয়েছে.....

MD IMRAN MUNSHI
13,556 المشاهدات · منذ 4 الشهور

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা হ্যান্ডলিং শ্রমিক সমবায় সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: সরোয়ার জমাদ্দার,সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো : বাদশা জমাদ্দার। আইনশৃঙ্খলা বাহিনী এর উপস্থিতিতে ০১/০৮/২০২৫ তারিখে ভোট গ্রহণ হয়েছে যাতে নির্বাচিত হয়েছেন
⁣সভাপতি মো: জামাল সরদার আনারস মার্কা,সাধারণ সম্পাদক মো : শহিদুল ইসলাম দোয়াত কলম, সহ সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা তালাচাবি, কোষাধ্যক্ষ হয়েছে কুঁড়েঘর মার্কা।

Md Jakir Hossain
17 المشاهدات · منذ 4 الشهور

⁣রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নরেন্দ্রপাড়া এলাকায় সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গোপন নজরদারি সরঞ্জাম। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে বাঘাইহাট জোনের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই অভিযান চালায়। অভিযান চলাকালে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেসি ফ্রন্ট)-এর সশস্ত্র সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তাৎক্ষণিক জবাবে সেনাসদস্যরা পাল্টা গুলি চালায়। সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে এলাকা ঘিরে ব্যাপক তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় একটি একে-৪৭ রাইফেল, তিনটি দেশীয় বন্দুক, একটি পিস্তল, একটি একে-৪৭ ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, একটি কার্তুজ, ৪২টি খালি কার্তুজ, চারটি ওয়াকিটকি সেট ও ব্যাটারি, একটি অ্যামুনিশন পাউচ, একটি জিপিএস ডিভাইস, তিনটি কলম আকৃতির গোপন ভিডিও ক্যামেরা, দুটি বোতাম আকৃতির ক্যামেরা এবং একটি বিশেষ চশমা।এছাড়াও উদ্ধার করা হয়েছে ‘ইউপিডিএফ লং লাইভ’ লেখা পাঁচটি আর্মব্যান্ড, ইউপিডিএফ- চারটি পতাকা, ১২টি বিভিন্ন বই এবং চাঁদা আদায়ের দুটি রশিদ বই। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঘাইহাট জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা।

খায়রুল ইসলাম
17 المشاهدات · منذ 4 الشهور

বাবা রিকশা ওয়ালা ছেলে সমন্বয়ক থেকে সম্পদশালী হয়ে গিয়েছে শুনুন বিস্তারিত ভিডিওতে,,,,

Al Mamun Gazi
9 المشاهدات · منذ 4 الشهور

⁣সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাটে।
বৃহস্পতিবার (৩১ জুলাই)বিকেলে চিত্র

R.S Bari
16 المشاهدات · منذ 4 الشهور

উপজেলা প্রশাসন রূপগঞ্জের সহযোগিতারয় ভুলতা গাউছিয়ায় চলছে অবৈধ ভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ অভিযান।

খায়রুল ইসলাম
15,649 المشاهدات · منذ 4 الشهور

বরিশালে বাবার হাতে সন্তান ক্ষুন হয়েছে, দেখুন বিস্তারিত ভিডিওতে,,,,
⁣বরিশাল বাকের গন্জ ৬ নং ওয়ার্ডের সাহেব গঞ্জে, বাবা মা মিলে মদখোর সন্তান কে পিটিয়ে হত্যার অভিযোগ।

Juwel Hossain
13,901 المشاهدات · منذ 4 الشهور

⁣শিক্ষককে মামলার ভয় দেখিয়ে সিরাজগঞ্জে ভূয়া পুলিশের চাঁদাবাজী একটি চক্র।

Abdullah Ibne Khalid
25,579 المشاهدات · منذ 4 الشهور

শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জাতীয় গনফ্রন্ট এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেল ৬ ঘটিকার দিকে। সমাবেশে গিয়ে দেখা যায় বক্তা চার জন নেই কোন শ্রোতা ।

Md Jakir Hossain
18,186 المشاهدات · منذ 4 الشهور

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫" এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক আয়োজনে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাচ শতাদিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

খায়রুল ইসলাম
5 المشاهدات · منذ 4 الشهور

⁣গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চার মাথা মোড়ে ওভার ব্রিজের নির্মাণকাজের জন্য সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। এই অবস্থায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওভার ব্রিজের কাজ শুরু হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। পণ্যবাহী ট্রাক ও বাসের দীর্ঘ সারি রাস্তায় আটকে থাকায় সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, চার মাথা মোড়ে যানবাহনের চাপ এতটাই বেড়েছে যে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, পণ্য পরিবহনের ক্ষেত্রে এই যানজট তাদের ব্যবসায়িক কার্যক্রমে গুরুতর প্রভাব ফেলছে।

গোবিন্দগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, 'ওভার ব্রিজের কাজ যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা চলছে। আমরা জনগণের দুর্ভোগ কমাতে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।' এছাড়া জেলা পুলিশ যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

জনপ্রশাসন সূত্রে জানা যায়, এই ব্রিজটি নির্মাণের ফলে ভবিষ্যতে যানজট সমস্যা অনেকাংশে কমবে। তবে বর্তমানে এই কাজ চলাকালীন সময়ে সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নমূলক কাজের জন্য যানজট সাময়িক সমস্যা হলেও দীর্ঘমেয়াদে এটি এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে। তারা আরও বলেন, 'এই ধরনের অবকাঠামো উন্নয়ন সাধনার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন।'

এদিকে, সাধারণ জনগণের অভিযোগ, যানজটের কারণে তাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে এবং জরুরি প্রয়োজনে শহরের বিভিন্ন স্থানে পৌঁছাতে প্রচুর সময় ব্যয় হচ্ছে। যানজটের কারণে স্কুলগামী শিক্ষার্থীরাও সমস্যায় পড়ছে, যা তাদের শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করছে।

সামাজিক-সাংস্কৃতিক প্রভাবের দিক থেকে দেখা যায়, এই যানজট এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ ব্যবস্থাপনা না থাকায় জনগণের মধ্যে হতাশা বাড়ছে।

পরিশেষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ থাকবে যে, যানজট নিরসনে এবং ওভার ব্রিজের কাজ দ্রুত শেষ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে যানজট সমস্যা কমবে এবং জনদুর্ভোগ লাঘব হবে।




Showing 1 out of 2