close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার-৪

Nazrul Islam avatar   
Nazrul Islam
‎নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন পলাতক আসামি আটক হয়েছে।
‎শনিবার (১৯ এপ্রিল) পৃথক পৃথক সময়ে  কুতুবদিয়া থানার একাধিক এলাকায়  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
‎থানা সূত্রে জানা যায়, অভিযানে কুতুবদিয়া থানাধীন উত্তর ধূরুং ইউনিয়নের মসজিদ পাড়া এলাকা থেকে জিআর-১১৯/১৮ মামলার পলাতক আসামি উত্তর ধুরুং ইউনিয়নের মসজিদ পাড়া গ্রামের সোলতান আহমদের ছেলে মোঃ জাকির হোসেন (২৮) কে এবং  কৈয়ারবিল ইউনিয়নের রোড পাড়া এলাকা থেকে জিআর-২৫১/২০ মামলার পলাতক আসামি ফজল আহমদের স্ত্রী মোবারকা বেগম (৪৯)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে দক্ষিণ ধূরুং হায়দার আলী মিয়াজী পাড়া এলাকা থেকে সিআর-১৫১/২২ মামলার পলাতক আসামি মৃত আশরফজ্জামানের ছেলে ‎ইউসুফ কবির ও তার স্ত্রী বেবী মমতাজকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান,গ্রেফতারকৃত সকল আসামিকে নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator