close

লাইক দিন পয়েন্ট জিতুন!

কুতুবদিয়ায় পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার-৪

Nazrul Islam avatar   
Nazrul Islam
‎নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত নারীসহ ৪ জন পলাতক আসামি আটক হয়েছে।
‎শনিবার (১৯ এপ্রিল) পৃথক পৃথক সময়ে  কুতুবদিয়া থানার একাধিক এলাকায়  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
‎থানা সূত্রে জানা যায়, অভিযানে কুতুবদিয়া থানাধীন উত্তর ধূরুং ইউনিয়নের মসজিদ পাড়া এলাকা থেকে জিআর-১১৯/১৮ মামলার পলাতক আসামি উত্তর ধুরুং ইউনিয়নের মসজিদ পাড়া গ্রামের সোলতান আহমদের ছেলে মোঃ জাকির হোসেন (২৮) কে এবং  কৈয়ারবিল ইউনিয়নের রোড পাড়া এলাকা থেকে জিআর-২৫১/২০ মামলার পলাতক আসামি ফজল আহমদের স্ত্রী মোবারকা বেগম (৪৯)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে দক্ষিণ ধূরুং হায়দার আলী মিয়াজী পাড়া এলাকা থেকে সিআর-১৫১/২২ মামলার পলাতক আসামি মৃত আশরফজ্জামানের ছেলে ‎ইউসুফ কবির ও তার স্ত্রী বেবী মমতাজকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন জানান,গ্রেফতারকৃত সকল আসামিকে নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Nenhum comentário encontrado