close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: সিঙ্গাপুরেও কাটেনি ব্রেন ইনজুরির শঙ্কা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Sharif Osman Hadi remains in critical condition in Singapore as neurosurgeons report no improvement in his brain injury.

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) নিবিড় পর্যবেক্ষণে থাকা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত উদ্বেগজনক। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে হাদির চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেছেন তার সাথে থাকা ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, হাদির ব্রেনের ইস্কেমিক পরিবর্তন এবং ইডেমা বা মস্তিষ্কের ফোলাভাব এখনও কমেনি, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডা. আহাদ জানান, সিঙ্গাপুরে নেওয়ার পর ব্রেনের সিটি স্ক্যানে দেখা গেছে, বাম পাশের আঘাতের ফলে তৈরি হওয়া পরিবর্তনগুলো অপরিবর্তিত রয়েছে। এমনকি ব্রেন স্টেমে প্রচণ্ড চাপের কারণে মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমেও জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে হাদির জীবন পুরোপুরি কৃত্রিম ব্যবস্থার ওপর নির্ভরশীল। তার কিডনি, হৃদযন্ত্র এবং ফুসফুস সচল রাখতে ভেন্টিলেশন সাপোর্ট ব্যবহার করা হচ্ছে। চিকিৎসকদের মতে, হাদির জিসিএস স্কোরে কোনো পরিবর্তন না আসায় নিউরোলজিক্যাল রেসপন্স এখনো আগের মতোই স্থবির।

এই মুহূর্তে চিকিৎসকরা একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’ বা সময়সীমার দিকে তাকিয়ে আছেন। ব্রেন ইনজুরির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে শরীর যদি ইতিবাচক সাড়া দেয়, তবেই কোনো আশার আলো দেখা যেতে পারে। এছাড়া তার ফুসফুসে এখনো রক্তের উপস্থিতি পাওয়া গেছে, যার জন্য বিশেষ শ্বাসপ্রশ্বাস ব্যবস্থাপনা চালু রাখা হয়েছে। সিঙ্গাপুরের নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টিম যৌথভাবে তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। তবে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক উন্নতির যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন ডা. আহাদ। তিনি স্পষ্ট করেছেন যে, হাদি এখনো চোখ খোলেননি এবং তার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

No comments found


News Card Generator