জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ে'র বর্ষপূর্তি উপলক্ষে ছাতক উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে মিজান চৌধুরীর নেতৃত্বে বিজয় মিছিল
৫ আগস্ট ছিলো আওয়ামী ফ্যাসিবাদের
বিরুদ্ধে ছাত্র-জনতার গণবিষ্ফোরণ
---মিজান চৌধুরী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে বিপর্যস্ত জাতি ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী দুঃশাসনের সমাপ্তি ঘটিয়েছিল। সেদিন খুনী হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লজ্জাজনক দৃশ্য গোটা বিশ্ববাসী দেখেছিল। ৫ আগস্ট এদেশে আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির কবর রচিত হয়েছে। গণহত্যাকারী আওয়ামী লীগকে রাজনীতিতে পুনবার্সনের ষড়যন্ত্র রুখে দেয়া হবে। এজন্য দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্থান্তর করার বিকল্প নেই। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সকল ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল সহকারে গোবিন্দগঞ্জে বিজয় মিছিল ও সমাবেশে যোগ দেন। এসময় সমাবেশস্থ জনসমূদ্রে পরিনত হয়। মিছিল সমাবেশে উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের সকল স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মিজান চৌধুরী আরো বলেন, বিএনপি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে টানা ১৭ বছর লড়াই-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের ভীতকে নাড়িয়ে দিয়েছিল। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন মসনদকে ভেঙ্গে খান খান করে দিয়েছে। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। জাতীয়তাবাদী আদর্শের সর্বস্তরের শক্তিকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রেরও বিজয় হবে।
এডমিন পোস্ট