close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হাসপাতালে পৌঁছেছেন খালেদা জিয়া

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার রাতে হাসপাতালে নেওয়া হয়। তিনি রাত পৌনে ৮টার দিকে গুলশানের ফিরোজা বাসভবন থেকে গাড়িবহরসহ রওনা হয়ে রাত সাড়ে ৮টার..

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ম্যাডামকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তার গাড়িবহর হাসপাতালে পৌঁছায়।”

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদের বরাতে বিএনপির এ নেতা জানান, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে আনা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তিনি বাসায় ফিরে যাবেন। একই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার হাসপাতাল যাওয়ার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরোজা বাসভবনে যান। এ সময় সেখানে দলের কয়েকজন নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ২০২০ সালে কারামুক্তির পর থেকে নিয়মিত চিকিৎসার জন্য তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বর্তমানে তিনি পরিবারের তত্ত্বাবধানে গুলশানের বাসভবনে অবস্থান করছেন।
সূত্র: স্থানীয় সংবাদমাধ্যম

Ingen kommentarer fundet