চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবে না। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা দাবি করেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। তিনি বলেন, জনগণের রায় সবসময় গণতন্ত্রের পক্ষে, আর বিএনপি সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের মাষ্টার বাজার, এয়ারপোর্ট ও পিংরা বাজারসহ বিভিন্ন স্থানে বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।
তানভীর হুদা অভিযোগ করে বলেন, ইতোমধ্যেই নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারিতে ভোটের তারিখ নির্ধারণের প্রক্রিয়া এগোচ্ছে। তবে একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার যদি সত্যিকার অর্থে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ও ধানের শীষের পক্ষে এক অভূতপূর্ব জোয়ার তৈরি হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষ বিএনপির ৩১ দফা কর্মসূচিকে আন্তরিকভাবে গ্রহণ করছে। জনগণই বিএনপির শক্তি। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করা হবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
তানভীর হুদা এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মুক্তির জন্য এক মোড় ঘোরানো মুহূর্ত হয়ে আসবে। তাই সবাইকে মাঠে থাকতে হবে এবং জনগণের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে।
এই প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম মিয়াজী, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ বাবুলসহ আরও অনেক নেতা-কর্মী।
এছাড়া মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেন। উপস্থিত নেতারা সবাই একমত পোষণ করেন যে, দেশের মানুষ আর আওয়ামী লীগ সরকারের দমননীতি ও স্বৈরাচার সহ্য করতে চাইছে না। জনগণ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে, আর সেই পরিবর্তনের পথ দেখাচ্ছে বিএনপি।
তানভীর হুদার ভাষায়, “জনগণের মুক্তির সংগ্রামে আমরা পিছপা হব না। মানুষ ধানের শীষের পক্ষেই রায় দেবে। এবার আর কোনো জালভোট বা রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে জনগণের রায় কেড়ে নেওয়া যাবে না।”
এই প্রচারণা কার্যক্রম শেষে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া পাওয়া যায়। সাধারণ মানুষ বিএনপির ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে পরিবর্তনের আশায় নিজেদের আগ্রহ প্রকাশ করে। অনেকেই বলেন, এদেশে এখন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ছাড়া আর কোনো বিকল্প নেই।