বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানকে ক্রাইম প্রিভেনশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং শাখা বগুড়ায় বদলি করা হয়েছে। নিতাই চন্দ্র সরকারকে একই পদ থেকে বদলি করে কাহালু থানা অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।তবে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কাহালু থানায় নিতাই চন্দ্র সরকারের প্রথম কর্মস্থল।
Tidak ada komentar yang ditemukan