বগুড়ার কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার,..

Al Mamun Gazi avatar   
Al Mamun Gazi
কাহালু বগুড়াঃবগুড়ার  কাহালু থানার নবাগত  অফিসার ইনচার্জ (ওসি)নিতাই চন্দ্র সরকার গত বৃহস্পতিবার সন্ধ্যায় থানায়  যোগদান করেন।আর এ সময় বিদায়ী অফিসার ইনচার্জ  ওসি মোঃ আব্দুল হান্নান নবাগত ওসিকে দ্বায়িত্ব ..

বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ  আব্দুল হান্নানকে ক্রাইম প্রিভেনশন অ্যান্ড কমিউনিটি পুলিশিং শাখা বগুড়ায় বদলি করা হয়েছে।  নিতাই চন্দ্র সরকারকে একই পদ থেকে বদলি করে কাহালু থানা অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।তবে  অফিসার ইনচার্জ  (ওসি) হিসেবে কাহালু থানায় নিতাই চন্দ্র সরকারের প্রথম কর্মস্থল।

没有找到评论